সার্টিফিকেট জালিয়াতি, ইন্সট্রাক্টর পদে মনোনয়নের সুপারিশ বাতিল

কারিগরি শিক্ষা অধিদপ্তর
কারিগরি শিক্ষা অধিদপ্তর  © সংগৃহীত

জালিয়াতের অভিযোগে কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনস্থ বিভিন্ন পলিটেকনিক ইন্সটিটিউটের ইন্সট্রাক্টর (টেক/আর্কিটেকচার অ্যান্ড ইন্টেরিয়র ডিজাইন) পদে মনোনীত আশিকুর রহমানের মনোনয়ন বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুন) পরীক্ষা নিয়ন্ত্রক দিলাওয়েজ দুরদানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি  এস. এম. আশিকুর রহমানকে ইন্সট্রাক্টর (টেক/আর্কিটেকচার অ্যান্ড ইন্টেরিয়র ডিজাইন) পদে  কমিশন মনোনয়ন দেয়। তবে পরবর্তীতে তার BPSC Form-5A-তে উল্লিখিত জিপিএ এবং দাখিলকৃত ব্যাচেলর অব আর্কিটেকচার ডিগ্রির সনদে গরমিল পাওয়া যায়। একইসঙ্গে তার তার গ্র্যাজুয়েশন সনদে টেম্পারিং/জালিয়াতির প্রমাণ মিলেছে।

এতে আরও বলা হয়, সনদ জালিয়াতির আশ্রয় গ্রহণ করায় এস. এম. আশিকুর রহমানকে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন কর্তৃক ভবিষ্যতে অনুষ্ঠেয় কমিশনের যে কোনো নিয়োগ পরীক্ষায় আবেদন করার অযোগ্য ঘোষণা করা হলো। 


সর্বশেষ সংবাদ