৩য় গণবিজ্ঞপ্তিতে নিয়োগপ্রাপ্ত কারিগরি শিক্ষকদের বকেয়া বেতন দিতে হাইকোর্টের রুল

হাইকোর্ট
হাইকোর্ট   © ফাইল ফটো

তৃতীয় গণবিজ্ঞপ্তিতে কারিগরি স্কুল-কলেজে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের বকেয়া বেতন কেন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সংশ্লিষ্টদের দ্রুত এ রুলের জবাব দিতে বলা হয়েছে। মঙ্গলবার (২৮ মে) হাইকোর্টের বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হক এর দ্বৈত বেঞ্চ এ রুল জারি করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন এডভোকেট রওশন আলম খান ও এডভোকেট মো. মিনারুল ইসলাম অনিক।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২২ সালে তৃতীয় গণবিজ্ঞপ্তিতে নিয়োগপ্রাপ্ত ভোকেশনাল, বিএমটি শিক্ষকদের নূন্যতম ৮-১৮ মাসের বকেয়া বেতন দেওয়া হয়নি । অথচ একই নিয়োগে নিয়োগপ্রাপ্ত স্কুল-কলেজের শিক্ষকরা ১-১০ মাস পর্যন্ত বকেয়া বেতন পেয়েছেন। প্রায় দুই বছর কারিগরি শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাদের দ্বারস্থ হওয়ার পরও শিক্ষকদের বকেয়া পরিশোধ করা হয়নি। 

কোনো উপায় না পেয়ে বকেয়া বেতন পাওয়ার জন্য হাইকোর্টে রিট করেন বকেয়া বেতন বঞ্চিত ভোকেশনাল ও বিএমটির ৩২ শিক্ষক। শিক্ষকদের পক্ষে রিটটি দায়ের করেন গণিতের প্রভাষক নূরুল ইসলাম ও ট্রেড ইন্সট্রাকটর মো. আরিফ হোসেন। রিট নম্বর 6238/2024।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence