রাবি শিক্ষক সমিতি

হলুদ প্যানেল থেকে সভাপতি, সাদা থেকে শিক্ষক সমিতির সম্পাদক নির্বাচিত

২৫ নভেম্বর ২০২১, ০৯:০৫ PM
রাবি শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে

রাবি শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে © ফাইল ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি কার্যকরী সংসদ নির্বাচনের সভাপতি হিসবে জল লাভ করেছেন মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের প্রার্থী গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক দুলাল চন্দ্র বিশ্বাস। হলুদ প্যানেলের পক্ষে নির্বাচনে অংশ নিয়ে ৫শ ভোট পেয়ে নির্বাচিত হন তিনি।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় বেসরকারিভাবে কর্মকর্তা ক্যাটাগরীর এ ফলাফল ঘোষণা করেন বিশ্বিবদ্যালয় শিক্ষক সমিতি কোষাধ্যক্ষ ও নির্বাচন পরিচালক অধ্যাপক রেজিনা লাজ।

দুলাল চন্দ্র বিশ্বাসের একই পদে প্রতিদ্বন্দ্বীতা করেন বাংলাদেশ জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শিক্ষক গ্রুপের প্রার্থী পরিসংখ্যান বিভাগের অধ্যাপক সায়েদুর রহমান পান্নু। সাদা প্যানেলর এই প্রার্থী পেয়েছেন ৪শ ৮৭ ভোট।

কর্মকর্তা ক্যাটাগরীর সহসভাপতি পদে ৫শ ৫৬ ভোট পেয়ে নির্বাচন হয়েছেন হলুদ প্যানেলের প্রার্থী প্রাণীবিদ্যা বিভাগের মাইনুল হক রানা। তাঁর প্রতিদ্বন্দ্বী সাদা প্যানেলের প্রার্থী ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক শফিকুল ইসলাম পেয়েছেন ৪শ ১০ ভোট।

কোষাধ্যক্ষ পদে ৫০০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন হলুদ প্যানেলের প্রার্থী ইনিস্টিউট অফ বাংলাদেশ স্টাডিজের অধ্যাপক কামরুজ্জামান মিতুল। তাঁর প্রতিদ্বন্দ্বী সাদা প্যালেলের প্রার্থী এস এম কামরুজ্জামান পেয়েছেন ৪৭৩ ভোট।

এছাড়া সাধারণ সম্পাদক পদে ৫০৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সাদা প্যানেলের প্রার্থী রসায়ন বিভাগের অধ্যাপক কুদরত-ই-জাহান। তাঁর প্রতিদ্বন্দ্বী হলুদ প্যানেলের প্রার্থী ম্যানেজম্যান্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক জাফর সাদিক পেয়েছেন ৪৭৪ ভোট।

যুগ্ম সম্পাদক পদে ৬১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন হলুদ প্যানেলের প্রার্থী লোক প্রশাসন বিভাগের অধ্যাপক এইচ এম কামরুল আহসান এলিন পেয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী সাদা প্যানেলের প্রার্থী আরবী বিভাগের অধ্যাপক মতিউর রহমান।

এর আগে, এদিন বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলে নির্বাচন কার্যক্রম।

যোগদানের দিনে আট ইউএনওর বদলি আদেশ বাতিল
  • ২২ জানুয়ারি ২০২৬
নির্বাচনী ব্যয়ের জন্য দশ টাকা থেকে সামর্থ্যের সর্বোচ্চ অনুদ…
  • ২২ জানুয়ারি ২০২৬
ভাসানচর থেকে পালিয়ে আসা শিশুসহ ৭ রোহিঙ্গা আনোয়ারায় আটক
  • ২২ জানুয়ারি ২০২৬
ক্রীড়া উপদেষ্টার সভায় বিশ্বকাপ রহস্য উদঘাটনের আশা মেহেদীর
  • ২২ জানুয়ারি ২০২৬
রাবির ‘সি’ ইউনিটের ফলাফল প্রকাশ নিয়ে যা বললেন আইসিটি সেন্টা…
  • ২২ জানুয়ারি ২০২৬
মাধ্যমিকের বার্ষিক ছুটি থেকে শুক্র-শনি বাদ দেওয়ার দাবি
  • ২২ জানুয়ারি ২০২৬