নির্বাচনী ব্যয়ের জন্য দশ টাকা থেকে সামর্থ্যের সর্বোচ্চ অনুদান চাইলেন আখতার হোসেন

২২ জানুয়ারি ২০২৬, ০৩:৫০ PM
নির্বাচনী ব্যয়ের জন্য আর্থিক সহায়তা চেয়েছেন এনসিপি সদস্যসচিব আখতার হোসেন।

নির্বাচনী ব্যয়ের জন্য আর্থিক সহায়তা চেয়েছেন এনসিপি সদস্যসচিব আখতার হোসেন। © সংগৃহীহ ও টিডিসি সম্পাদিত

নতুন এক বাংলাদেশের প্রত্যাশায় নির্বাচনী ব্যয়ের জন্য আর্থিক সহায়তা চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে শাপলা কলি প্রতীকের প্রার্থী আখতার হোসেন। কোন দ্বিধা ছাড়া দশ টাকা থেকে সামর্থ্যের সর্বোচ্চ অনুদান চেয়েছেন তিনি। গতকাল বুধবার (২১ জানুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের নিজের ভেরিফায়েড আইডিতে একটি পোস্টের মাধ্যমে তিনি এই আহ্বান জানান। 

পোস্টে আখতার লেখেন, এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে সংসদ সদস্য পদে নির্বাচন করছি। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় এই আসনের মানুষেরা আমাকে আপন করে নিয়েছেন। আমি আশাবাদী এবং প্রত্যয়ী। আগামীকাল থেকে আসন্ন নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে। শুভাকাঙ্ক্ষীদের অনুদানে আমরা এগিয়ে চলছি। এবার আনুষ্ঠানিক প্রচারণার পর্বে আপনাদের অনুদান এবং সার্বিক সহযোগিতায় অংশগ্রহণের পরিধি বাড়ানো আমার জন্য অবশ্য প্রয়োজন। কেবলমাত্র আপনাদের দোয়া, সহযোগিতা, অনুদান এবং অংশগ্রহণই দেশ নিয়ে আমার স্বপ্নকে বাস্তব করে তুলবে। এ কঠিন লড়াইয়ে আমি আপনাদের পাশে চাই। 

তিনি আরও লেখেন, লিফলেট, হ্যান্ডবিল, ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড তৈরী, মিছিল, উঠান বৈঠকের আয়োজন করতে সাহায্য করা কিংবা সোশ্যাল মিডিয়ায় লেখালেখি ও নতুন আইডিয়া দিয়ে আপনারা আমাকে সাহায্য করুন। কাউনিয়া-পীরগাছার মানুষ, সারাদেশের শুভাকাঙ্ক্ষী এবং প্রবাসী ভাইবোনেরা আমি আপনাদের সহযোগিতার সন্ধানে আছি। ইন শা আল্লাহ আমরা সফল হবো। 

অনুদান প্রদানের জন্য এনসিপির পক্ষ থেকে বিভিন্ন মাধ্যমের কথা উল্লেখ করা হয়েছে। ব্যাংকের মাধ্যমেও অনুদান পাঠাতে সিটি ব্যাংক পিএলসিতে প্রধান শাখায় Akhter Hossen নামের হিসাবে অ্যাকাউন্ট নম্বর 2804465707001। এছাড়া বিকাশ ও নগদ পারসোনাল অ্যাকাউন্টের মাধ্যমে অনুদান পাঠানো যাবে ০১৮২৬৩২৭৬৬৯ নম্বরে।

ব্রাহ্মণবাড়িয়ায় চার আসনে বিএনপির গলার কাঁটা ৬ বিদ্রোহী
  • ২২ জানুয়ারি ২০২৬
আগের মতই থাকছে ঢাকা-তিতুমীর-ইডেনসহ ৭ কলেজ
  • ২২ জানুয়ারি ২০২৬
ময়মনসিংহে বিএনপি প্রার্থী প্রিন্সের ব্যতিক্রমী প্রচারণা ‘লে…
  • ২২ জানুয়ারি ২০২৬
দুদক অভিযানের ২৪ দিনের মাথায় গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সের …
  • ২২ জানুয়ারি ২০২৬
ভারতে বিশ্বকাপ খেলতে যাচ্ছে না বাংলাদেশ
  • ২২ জানুয়ারি ২০২৬
সমাবেশে নাম ঘোষণাকে কেন্দ্র বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, আহত ১০
  • ২২ জানুয়ারি ২০২৬