জবি শিক্ষক সমিতির নেতৃত্বে হোসেন-কালাম

০৯ নভেম্বর ২০২১, ১১:০৬ AM
অধ্যাপক আবুল হোসেন ও অধ্যাপক আবুল কালাম মো. লুৎফর রহমান

অধ্যাপক আবুল হোসেন ও অধ্যাপক আবুল কালাম মো. লুৎফর রহমান © সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি পদে সমাজকর্ম বিভাগের অধ্যাপক আবুল হোসেন এবং সাধারণ সম্পাদক পদে রসায়ন বিভাগের অধ্যাপক আবুল কালাম মো. লুৎফর রহমান নির্বাচিত হয়েছেন।

সোমবার (৮ নভেম্বর) ভোট শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে প্রধান নির্বাচন কমিশনার  অধ্যাপক সুরঞ্জন কুমার দাস ফল ঘোষণা করেন। নির্বাচনে ৬৮৪ জন ভোটারের মধ্যে ৫৩৩ জন শিক্ষক ভোট দেন।

সমিতির ১৫টি পদের ১২টিতেই জয় পেয়েছেন আবুল হোসেন ও আবুল কালাম মো. লুৎফর রহমান প্যানেলের শিক্ষকরা।

এর মধ্যে পরিসংখ্যান বিভাগের অধ্যাপক সিদ্দিকর রহমান সহ-সভাপতি, একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন্স বিভাগের সহযোগী অধ্যাপক আবদুল মান্নান কোষাধ্যক্ষ এবং দর্শন বিভাগের অধ্যাপক হাফিজুল ইসলাম যুগ্ম-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সদস্য পদে গণিত বিভাগের অধ্যাপক রেজাউল করিম, সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক মনিরুজ্জামান খান, ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল কাদের, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মুসাররাত শামীম, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক এ এম এম গোলাম আদম, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক মিরাজ হোসেন, দর্শন বিভাগের সহকারী অধ্যাপক ফরহাদ আহমেদ নির্বাচিত হয়েছেন।

এছাড়া অধ্যাপক আশরাফ-উল আলম ও অধ্যাপক আনোয়ার হোসেন প্যানেল থেকে ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুস সামাদ, প্রাণরসায়ণ ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক রফিকুল ইসলাম, লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক শামীমা আক্তার সদস্য নির্বাচিত হয়েছেন।

যোগদানের দিনে আট ইউএনওর বদলি আদেশ বাতিল
  • ২২ জানুয়ারি ২০২৬
নির্বাচনী ব্যয়ের জন্য দশ টাকা থেকে সামর্থ্যের সর্বোচ্চ অনুদ…
  • ২২ জানুয়ারি ২০২৬
ভাসানচর থেকে পালিয়ে আসা শিশুসহ ৭ রোহিঙ্গা আনোয়ারায় আটক
  • ২২ জানুয়ারি ২০২৬
ক্রীড়া উপদেষ্টার সভায় বিশ্বকাপ রহস্য উদঘাটনের আশা মেহেদীর
  • ২২ জানুয়ারি ২০২৬
রাবির ‘সি’ ইউনিটের ফলাফল প্রকাশ নিয়ে যা বললেন আইসিটি সেন্টা…
  • ২২ জানুয়ারি ২০২৬
মাধ্যমিকের বার্ষিক ছুটি থেকে শুক্র-শনি বাদ দেওয়ার দাবি
  • ২২ জানুয়ারি ২০২৬