জুলাই বিপ্লবী ওসমান হাদির মৃত্যুতে জাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের শোক
- জাবি প্রতিনিধি
- প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৫, ০৩:৩০ PM
ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা আহবায়ক, জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখ যোদ্ধা ও আধিপত্যবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম সংগঠক শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে সংগঠনটির সভাপতি অধ্যাপক মো. শামছুল আলম এবং সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জামাল উদ্দীন স্বাক্ষরিত এক বিবৃতিতে এই শোকবার্তা জানানো হয়।
শোকবার্তায় বলা হয়, ‘বাংলাদেশে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদবিরোধী ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শরীফ ওসমান হাদির সাহসী, আপসহীন ও অগ্রণী ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। দেশীয় ও আন্তর্জাতিক সব ধরনের আধিপত্যবাদী হস্তক্ষেপের বিরুদ্ধে তিনি ছিলেন দৃঢ় ও সোচ্চার। জাতীয় সার্বভৌমত্ব, গণতন্ত্র, ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠার আন্দোলনে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন। শরীফ ওসমান হাদির আদর্শ, সংগ্রামী চেতনা ও আত্মোৎসর্গ ভবিষ্যৎ প্রজন্মকে একটি স্বাধীন, গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার পথে প্রেরণা জোগাবে। সংগঠনটি তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও সহযোদ্ধাদের প্রতি গভীর সমবেদনা জানায়।’
এ ছাড়া এই বিবৃতিতে জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয় এবং বিশেষভাবে জুলাই বিপ্লবে অংশগ্রহণকারীদের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের পথে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারে, সে লক্ষ্যে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়। একই সঙ্গে দেশের বর্তমান সংকটময় পরিস্থিতিতে গণমাধ্যম কার্যালয়, সাংস্কৃতিক সংগঠন ও গণ-অভ্যুত্থানে সক্রিয় ব্যক্তিদের ওপর হামলার ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানিয়ে ফ্যাসিবাদবিরোধী সব পক্ষকে দায়িত্বশীল ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।