১০ম থেকে ৯ম গ্রেডে উন্নীতকরণের দাবিতে শিক্ষা অফিসারদের অবস্থান কর্মসূচি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫, ০১:৪০ PM , আপডেট: ২৪ নভেম্বর ২০২৫, ০১:৪০ PM
উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসারদের পদ ১০ম গ্রেড থেকে ৯ম গ্রেডে উন্নীতকরণের দাবিতে সারাদেশের সহকারী শিক্ষা অফিসরার অবস্থান কর্মসূচি পালন করছেন। সোমবার (২৪ নভেম্বর) বেলা ১১টার দিকে রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রাঙ্গণে এ কর্মসূচি শুরু হয়।
এসময় তারা ‘আমাদের দাবি আমাদের দাবি, মানতে হবে মানতে হবে,‘ ‘নবম গ্রেড চাই, দিতে হবে,‘ ‘দাবি নিয়ে টালবাহানা, চলবেনা চলবেনা, সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। সেই সঙ্গে তাদের হাতে দাবি সংবলিত বিভিন্ন প্লাকার্ড দেখা যায়।
আন্দোলনকারীরা জানান, দীর্ঘদিন ধরে পদোন্নতি-সংক্রান্ত ন্যায্য দাবি বাস্তবায়নে তারা মানববন্ধন, স্মারকলিপি প্রদানসহ বিভিন্ন শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে আসছেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার কাছেও স্মারকলিপি দেওয়া হয়েছে। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের দাবির প্রতি কোনো গুরুত্ব না দেওয়ায় বাধ্য হয়েই আজ অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। দাবি পূরণ না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন আন্দোলনকারীরা।
বাংলাদেশ সহকারী উপজেলা শিক্ষা অফিসার অ্যাসোসিয়েশনের সদস্য সচিব আল আমিন হাওলাদার বলেন, দীর্ঘদিন ধরে আমরা ন্যায্য দাবি আদায়ে চেষ্টা করে আসছি। বারবার আশ্বাস দেওয়া হলেও কোনো বাস্তব পদক্ষেপ নেই। তাই বাধ্য হয়ে অবস্থান কর্মসূচিতে নেমেছি। এটা সারাদেশের সকল সহকারী শিক্ষা অফিসারদের প্রাণের দাবি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ, আপনারা আমাদের দাবিটি পূরণ করুন। আমাদের কাজের পরিবেশ তৈরিকরে দিন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।