প্রাথমিক শিক্ষকদের দাবি মেনে নেওয়ার আহবান এমপিওভুক্ত জোট নেতা আজিজীর

প্রাথমিক শিক্ষকদের দাবি মেনে নেওয়ার আহবান জানিয়েছেন অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী
প্রাথমিক শিক্ষকদের দাবি মেনে নেওয়ার আহবান জানিয়েছেন অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী  © টিডিসি সম্পাদিত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আন্দোলনরত সহকারী শিক্ষকদের দাবি ‘ন্যায্য’ উল্লেখ করে তা মেনে নেওয়ার আহবান জানিয়েছেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব ও ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সভাপতি অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী। আজ রবিবার (৯ অক্টোবর) এক বার্তায় এসব কথা বলেছেন তিনি।

অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, ‘অবিলম্বে আন্দোলনরত প্রাথমিক শিক্ষকদের ন্যায্য দাবি মেনে নিন। শিক্ষকদের শ্রেণিকক্ষে ফেরানোর দায়িত্ব সরকারকেই নিতে হবে। এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট যেকোনো সেকশনের মজলুম শিক্ষকদের পাশে দাঁড়াতে অঙ্গীকারাবদ্ধ।’ 

আরও পড়ুন: থানার ভেতরেই অনশনে প্রাথমিকের ৫ শিক্ষক, আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা

জোট বিশ্বাস করে, জাতি গড়ার কারিগর শিক্ষকদের কোনো শ্রেণি বিভাজন হতে পারে না উল্লেখ করে তিনি বলেন, সে যে পর্যায়ের শিক্ষকই হোক না কেন, তার পরিচয় শিক্ষক। দ্রুত এই মজলুম শিক্ষকদের ন্যায্য দাবি মেনে নিয়ে তাদেরকে শ্রেণিকে কক্ষে পাঠানোর ব্যবস্থা করা না হলে   এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট ৬ লক্ষাধিকশিক্ষক-কর্মচারীকে সাথে নিয়ে এই মজলুম শিক্ষকের পাশে দাঁড়াবে। 

অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজীর ভাষ্য, ‘আমাদের দাবি অনুযায়ী শিক্ষা কমিশন গঠন করা হলে আজকে বিভিন্ন সেকশনের শিক্ষকদের এভাবে রাজপথে রক্তাক্ত হতে হতো না।’


সর্বশেষ সংবাদ