শিক্ষকদের নতুন সংগঠন ‘ইউনিভার্সিটি টিচার্স ফোরামের’ আত্মপ্রকাশ

০৭ নভেম্বর ২০২৫, ০৬:৪৬ PM , আপডেট: ০৭ নভেম্বর ২০২৫, ০৭:৫৫ PM
ইউনিভার্সিটি টিচার্স ফোরাম লোগো

ইউনিভার্সিটি টিচার্স ফোরাম লোগো © সৌজন্যে প্রাপ্ত

ইউনিভার্সিটি টিচার্স ফোরাম (ইউটিএফ) নামে শিক্ষকদের একটি নতুন সংগঠন আত্মপ্রকাশ হয়েছে। সংগঠনটি বলছে, এটি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত না হলেও প্রবলভাবে রাজনীতি সচেতন হিসেবে কাজ করবে। শুক্রবার (৭ নভেম্বর) বাংলা একাডেমির কবি শামসুর রাহমান মিলনায়তনে আয়োজিত সংগঠনটির ৫৬ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ ছাড়া দলটির একাধিক নেতা এই কমিটিতে পদ পেয়েছেন। অনুষ্ঠানে কমিটি প্রকাশ করেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক সদস্য সচিব শামীম হামিদী।

কমিটিতে আহ্বায়ক হিসেবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম। কমিটির সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ড. শামীম হামিদী এবং প্রধান সংগঠক হিসেবে রয়েছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বারবার গুমের স্বীকার মো. কবীর উদ্দিন।

এ ছাড়া যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জুলাই আন্দোলনে চোখে গুলিবিদ্ধ অধ্যাপক ড. খো. লুৎফুল এলাহী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহিব্বুল্লাহ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কাজী মো. বরকত আলী, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. আব্দুল্লাহহিল বাকী, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. শামসুজ্জোহা, আইইউবিএটির অধ্যাপক ড. মো. মমতাজুর রহমান, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. সুজাহাঙ্গীর কবির সরকার, আল-ফয়সাল ইউনিভার্সিটি কেএসএর অধ্যাপক ড. এম সিরাজুল ইসলাম, ইমাম মোহাম্মদ ইবন সৌদ ইসলামিক ইউনিভার্সিটির (সৌদি আরব) অধ্যাপক ড. এবিএম শরীফ হোসাইন এবং কুইন্স ইউনিভার্সিটির (কানাডা) অধ্যাপক ড. এম আনোয়ার হোসাইন।

যুগ্ম সদস্য সচিব হিসেবে রয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাসুদা পারভীন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ড. মো. ইসমাইল হোসাইন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ড. এহতেশাম উল হক ইতেন, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি বাংলাদেশের ড. মোহাম্মদ তুহিন মিয়া, গ্রিন ইউনিভার্সিটি অফ বাংলাদেশের ড. মো. শামিম মন্ডল, নর্দান ইউনিভার্সিটির ড. আতিক মুজাহিদ, ইউনিভার্সিটি অফ হাফার আল বাতিনের (কেএসএ) ড. মো নুরুল ইসলাম, কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটির (সৌদি আরব) ড. মোহাম্মদ মুজিবুর রহমান, উত্তরা বিশ্ববিদ্যালয়ের ফয়সাল মাহমুদ শান্ত, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের দিদার মুহাম্মদ, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (সাবেক) আলাউদ্দীন মোহাম্মদ এবং উত্তরা বিশ্ববিদ্যালয়ের মাহবুব আলম।

যুগ্ম সংগঠক হিসেবে রয়েছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মোহাম্মদ খালেদ সোহেল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মোহাম্মদ সোহাইব, ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভর মো. আলমগীর কবীর রাজ্জাকী, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মো. সোহেল আরমান, উত্তরা বিশ্ববিদ্যালয়ের আব্দুল বশির, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রিয়াজুল ইসলাম রিহান, ইউনিভার্সিটি অফ হাফর আল বাতিনের (সৌদি আরব) ড. মোহাম্মদ শোয়েব, উত্তরা বিশ্ববিদ্যালয়ের পীযুষ কুমার সরকার, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ড. এএফজি মাসুদ রেজা, ডুয়েটের শেখ মো. রোকনুল ইসলাম, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফারহানা ইয়াসমিন এবং র‍্যাবের গুলিতে পা হারা আলোচিত গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মো. লিমন হোসেন।

কমিটির সদস্যরা হলেন, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মাহবুব হোসাইন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শাহ্ মো. তানভীর সিদ্দিকী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাঈদ বিন কামাল চৌধুরী, এশিয়ান ইউনিভার্সিটির মীর মুশফিক মাহমুদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাহমুদুর রহমান সাঈদী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মোহাম্মদ ফায়সাল, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মো. জিল্লাল হোসাইন, ইউনিভার্সিটি অব লেইচেস্টার (যুক্তরাজ্য) ড. মো. ইমতিয়াজ মোস্তাফিজ, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ড. মো. রশিদুর রহমান, ইউনিভার্সিটি অব কুইন্সল্যান্ড (UQ, অস্ট্রেলিয়া)-এর ড. আসিফ ইসলাম, ফ্লিন্ডার্স বিশ্ববিদ্যালয়ের (অস্ট্রেলিয়া) ড. সাফেইন মৃদুল, গণ বিশ্ববিদ্যালয়ের কাউছার আহমেদ, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আসাদুজ্জামান, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সাঈদ সরোয়ার, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মো. তৌহিদুজ্জামান, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মো. ইউসুফ আলী, হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের মো. জামিউল ইসলাম এবং ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রাশেদ মাহমুদ এবং কাসিম বিশ্ববিদ্যালয়ের (সৌদি আরব) মনির উদ্দিন আহমেদ।

নবগঠিত সংগঠনটির প্রধান সংগঠক কবীর উদ্দিনকে ফোন করে সংগঠনটির সাথে সংশ্লিষ্ট সকল সদস্যকে শুভেচ্ছা জানান বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. তানজীমউদ্দিন খান। এছাড়া আত্নপ্রকাশ অনুষ্ঠানে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান পরিষদের চেয়ারপারসন অধ্যক্ষ মোঃ জমির উদ্দিন চৌধুরী, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের চেয়ারম্যান কাজী মোখলেছুর রহমান এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব দেলোয়ার হোসেন আজিজি ও এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের আহবায়ক অধ্যক্ষ মাইন উদ্দিন।

ধামরাইয়ে বেড়াতে এসে দলবদ্ধ ধর্ষণের শিকার গৃহবধূ
  • ১৭ জানুয়ারি ২০২৬
রাতের অন্ধকারে মাদ্রাসায় নিয়োগ পরীক্ষার আয়োজন, অতপর..
  • ১৭ জানুয়ারি ২০২৬
ইরানে এক সপ্তাহ পর সীমিত মোবাইল নেটওয়ার্ক চালু
  • ১৭ জানুয়ারি ২০২৬
পে স্কেলের জন্য ২০ হাজার কোটি টাকা বরাদ্দ, বাস্তবায়ন কি চলত…
  • ১৭ জানুয়ারি ২০২৬
‘আপু’ সম্বোধন করায় আয়োজকের সঙ্গে ইউএনওর বাগবিতণ্ডার অভিযোগ
  • ১৭ জানুয়ারি ২০২৬
ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ভর্তির ফল কবে, যা জ…
  • ১৭ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9