৫ শতাংশ বাড়ি ভাড়া পর্যাপ্ত নয়, বিশেষ বিবেচনা করতে হবে: এ্যানি

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি  © টিডিসি সম্পাদিত

এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ‘ইতিমধ্যে অন্তর্বর্তী সরকার শিক্ষকদের দাবির সঙ্গে একত পোষণ করেছে। কিন্তু ২০ শতাংশ হয়তো পাননি। ৫ শতাংশ বাড়ি ভাড়া পর্যাপ্ত নয়, বিশেষ বিবেচনা করতে হবে। তবে এখন এমন কোনও কাজ করা যাবে না, যেখানে মানুষের যেন ক্ষতি না হয়।’ আজ সোমবার (২০ অক্টোবর) কেন্দ্রীয় শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষকদের চলমান আন্দোলনে গিয়ে তিনি এসব কথা বলেন।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, ‘১২ তারিখ থেকে আজ পর্যন্ত কথা, আন্দোলন, আবেদন ও নিবেদনে সরকার ও রাজনৈতিক দলগুলোকে যা বলেছেন, তার ওপরই বিএনপি বক্তব্য দিয়েছে। সবাই অবহিত হয়েছি। বিএনপি দায়িত্বশীল রাজনৈতিক দল। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতিমধ্যে নীতিগতভাবে দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেছেন। কিছু কথা বক্তব্য-বিবৃতিতে অবহিত হয়েছেন।’

শিক্ষকদের দাবি, চাকরির সুবিধা এবং রাষ্ট্রীয় নিরাপত্তা বেশি গুরুত্ব দিয়েছেন উল্লেখ করে বিএনপির এ নেতা বলেন, ‘আপনাদের সামাজিক মর্যাদা আমরা অনুভব করেছি, গুরুত্ব দিয়েছি। রাষ্ট্রীয় স্বীকৃতির ব্যাপারে তারেক রহমান ও মহাসচিব অবহিত করেছেন। তারা পরিষ্কারভাবে বক্তব্য-বিবৃতি দিয়েছেন। মহাসচিবের সঙ্গে বৈঠক করছেন। রাষ্ট্র, রাজনীতি সংস্কার করলেই সব সমস্যার সমাধান হবে না। সব নাগরিক সুবিধা দিলেই সমাধান হবে না। শিক্ষাকে আধুনিকায়ন করতে হবে।’

আরও পড়ুন: শহীদ মিনারে গিয়ে শিক্ষকদের আন্দোলনে একাত্মতা প্রকাশ বিএনপি নেতা এ্যানির

শিক্ষকদের মর্যাদার জায়গায় আসীন করতে হবে উল্লেখ করে এ্যানি বলেন, ‘ইতিমধ্যে তারেক রহমান আন্দোলনের আগেই নির্বাচন ও এর মাধ্যমে দায়িত্বশীল দল হিসেবে সুযোগ পেলে এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলনসহ শিক্ষাকে সম্পূর্ণভাবে জাতীয়করণ করবেন বলেছেন। এটি ছোট কথা নয়, কমিটমেন্ট। দলের পক্ষ থেকে আবারও অবহিত করলাম। শিক্ষকদের এতদিন আন্দোলন করার কথা ছিল না।’ 

বিএনপির এ নেতা আরও বলেন, ‘শিক্ষকদের বার বার রাস্তায় নামতে হয়। আগামীদিন যেন আন্দোলন করতে না হয়, সে জন্য পূর্ণ জাতীয়করণ করার কথাই পুনর্ব্যক্ত করছি। মর্যাদার জায়গায় আপনাদেরকে আসীন করতে হবে। আপনারা জাতিকে আলোর পথে নিয়ে যাচ্ছেন, কষ্ট করছেন।’


সর্বশেষ সংবাদ