৩ ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন শিক্ষকরা (ভিডিও)

শাহবাগ এলাকায় যান চলা শুরু হয়েছে।
শাহবাগ এলাকায় যান চলা শুরু হয়েছে।  © টিডিসি ফটো

রাজধানীর শাহবাগ মোড়ের অবরোধ তুলে ফের কেন্দ্রীয় শহীদ মিনারে দিকে পদযাত্রা করেছেন আন্দোলনরত এমপিওভুক্ত বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষকরা। আজ বুধবার (১৫ অক্টোবর) বিকেল ৫টার আগে তারা শাহবাগ মোড়ের অবরোধ তুলে নেন। ফলে ওই এলাকায় যান চলা শুরু হয়েছে। এর আগে রমনা বিভাগের পুলিশের ডিসি মাসুদ আলম তাদের শাহবাগ মোড় ছাড়ার অনুরোধ করেন।

জানা যায়, আজ দুপুর দুইটার আগে শহীদ মিনার থেকে পদযাত্রা শুরু করলে শাহবাগ মোড়ে পৌঁছানোর আগেই পুলিশ ব্যারিকেড দিয়ে শিক্ষকদের থামানোর চেষ্টা করে। তবে শিক্ষকরা সেই ব্যারিকেড ভেঙে দুপুর ২টার পরপরই শাহবাগ মোড়ে এসে অবস্থান নেন। এরপর সেখানে তারা বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে সেখানে স্লোগান দিচ্ছেন ও কর্মসূচি চালিয়ে যান।

এর আগে কর্মসূচির অংশ হিসেবে দুপুর ১টা ৪০মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে রওনা দেন শিক্ষকরা। এ সময় তাদের হাতে জাতীয় পতাকা ও বিভিন্ন দাবি-দাওয়া সংবলিত প্ল্যাকার্ড দেখা যায়।


সর্বশেষ সংবাদ