কর্মসূচির জন্য অনুমতি চাইল এমপিও শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০২ অক্টোবর ২০২৫, ০৬:২২ PM
মূল বেতনের ২০ শতাংশ বাড়ি এবং ১৫০০ টাকা চিকিৎসা ভাতার দাবিতে আগামী ১২ অক্টোবর থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করবে এমপিও শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট। এ কর্মসূচি পালনের জন্য অনুমতি চেয়েছে সংগঠনটি।
বৃহস্পতিবার (০২ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার বরাবর এ সংক্রান্ত আবেদন জমা দেওয়া হয়েছে।
আবেদনে বলা হয়েছে, ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের গত ১৩ আগস্ট জাতীয় প্রেসক্লাবের শিক্ষক সমাবেশে লক্ষাধিক শিক্ষক-কর্মচারী উপস্থিত ছিল। ঐদিন শিক্ষা উপদেষ্টা শিক্ষক নেতৃবৃন্দের সাথে আলোচনায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেসিকের ২০ শতাংশ বাড়ি ভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা বৃদ্ধির প্রতিশ্রুতি দিয়েছিলেন।
কিন্তু দীর্ঘ দুই মাস অতিবাহিত হলেও প্রজ্ঞাপন জারি না হওয়ায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা ক্ষুব্ধ। এমতবস্থায় এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেসিকের ২০% বাড়ি ভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা ও শতভাগ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারির দাবিতে আগামী ১২ অক্টোবর থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ লাগাতার অবস্থান কর্মসূচি পালন করবে। উক্ত কর্মসূচি পালনের অনুমতি ও প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের অনুরোধ করছি ।’