ঢাকা কলেজ সংকটের নেপথ্যে কারা, গুরুতর অভিযোগ তুললেন সাবেক অধ্যক্ষ

১৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৭ PM
অধ্যক্ষ আইকে সেলিম উল্লাহ খোন্দকার

অধ্যক্ষ আইকে সেলিম উল্লাহ খোন্দকার © ফাইল ফটো

দেশের প্রাচীন ও মর্যাদাপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা কলেজের সাম্প্রতিক সংকট নিয়ে সাবেক অধ্যক্ষ আইকে সেলিম উল্লাহ খোন্দকার গুরুতর অভিযোগ তুলেছেন। তিনি অভিযোগ করে বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের কিছু কর্মকর্তা ঢাকা কলেজের পরিচিতি ও সুনাম নষ্ট করছেন।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের আইডিতে দেওয়া এক পোস্টে এ দাবি করে অধ্যক্ষ আইকে সেলিম উল্লাহ খোন্দকার।

ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘দেশি-বিদেশি শিক্ষা ব্যবসায়ীদের (বিশ্ববিদ্যালয় ও কলেজ) এজেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের শিক্ষক মামুন ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে কর্মরত তার কিছু সহযোগী তাদের প্রথম এজেন্ডা বাস্তবায়নে সফল। শিক্ষক-শিক্ষার্থীদের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া, শিক্ষার্থীদের শিক্ষাজীবন অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়ে শিক্ষার্থী-অভিভাবকদের প্রাইভেট বিশ্ববিদ্যালয় মুখী করা, যে ইন্টারের মেধাবীদের কারণে ঢাকা কলেজের পরিচিতি ও সুনাম, তাদের শিক্ষা জীবন হুমকির মুখে ঠেলে দেশের শিক্ষায় ধ্বস নামানো শুরু করতে পেরেছেন।’

এর আগে অন্য এক সাক্ষাৎকারে সাবেক এই অধ্যক্ষ বলেন, ‘১৮৪১ সালে প্রতিষ্ঠিত ঢাকা কলেজ উপমহাদেশের প্রথম আধুনিক কলেজ। এটি ১৮৫৭ সালে প্রতিষ্ঠিত কলকাতা বিশ্ববিদ্যালয় এবং ১৯২১ সালে প্রতিষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়েরও আগে প্রতিষ্ঠিত। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায়ও ঢাকা কলেজের ছিল অবিস্মরণীয় অবদান। ঢাকা কলেজ তার নিজস্ব ক্যাম্পাস কার্জন হল, শহীদুল্লাহ্ হল, লাইব্রেরির ২৫ হাজার বই ঢাকা বিশ্ববিদ্যালয়কে দেয়। হাইকোর্ট গেট থেকে বঙ্গবাজার এখনও কলেজ রোড হিসেবে কালের সাক্ষী। ঢাকা কলেজে ইন্টারমিডিয়েট ছাড়াও ডিগ্রি ও মাস্টার্স ছিল। সনদ ছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের। নতুন প্রতিষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী পাবে না– এ আশঙ্কায় ঢাকা কলেজে উচ্চশিক্ষা বন্ধ করে দেওয়া হয়। ঢাকা কলেজের শিক্ষকদের বড় একটি অংশ লিয়েনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াতেন। ভূমি, ক্যাম্পাস, হোস্টেল, অবকাঠামো, বইপত্র ও শিক্ষক না পেলে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা সহজ হতো না।’

প্রসঙ্গত, ঢাকার সাতটি সরকারি কলেজের জন্য প্রস্তাবিত কাঠামোয় নতুন বিশ্ববিদ্যালয় না করে অধিভুক্তমূলক বিশ্ববিদ্যালয় করার দাবিতে ইউজিসির সামনে মানববন্ধন করেন সাত কলেজের শিক্ষকরা। গতকাল বুধবার এ কর্মসূচি পালিত হয়। এর পর আজ এমন বিষ্ফোরক মন্তব্য করলেন ঢাকা কলেজের সাবেক অধ্যক্ষ আইকে সেলিম উল্লাহ খোন্দকার।

বিপিএলে দ্বিতীয় ম্যাচও হচ্ছে না
  • ১৫ জানুয়ারি ২০২৬
অনির্দিষ্টকালের জন্য বন্ধ হবে বিপিএল!
  • ১৫ জানুয়ারি ২০২৬
এবারের এসএসসি পরীক্ষায় মানতে হবে ১৪ নির্দেশনা
  • ১৫ জানুয়ারি ২০২৬
সোমবার থেকে ফের নতুন কর্মসূচি সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষ…
  • ১৫ জানুয়ারি ২০২৬
বড় নিয়োগ বিজ্ঞপ্তি বেসরকারি সংস্থায়, পদ ২৮৫, আবেদন শেষ ৩০ জ…
  • ১৫ জানুয়ারি ২০২৬
হাদি হত্যা মামলা সিআইডিতে
  • ১৫ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9