এনটিআরসিএ’র সুপারিশকৃত শিক্ষকদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ

এনটিআরসিএ লোগো
এনটিআরসিএ লোগো  © ফাইল ছবি

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সুপারিশে নিয়োগ পাওয়া শিক্ষকদের নতুন সংগঠন আত্মপ্রকাশ করেছে। শিক্ষক এবং শিক্ষার বৈষম্য দূর করতে এ কমিটি কাজ করবে বলে জানিয়েছেন দায়িত্বপ্রাপ্তরা।

রোববার (১৩ অক্টোবর) এনটিআরসিএ সুপারিশকৃত শিক্ষক ফোরাম নামে এ সংগঠনটি আত্মপ্রকাশ করে। 

কমিটির সভাপতি করা হয়েছে মো. ইমরান খানকে। আর সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন রাশেদ অর্ণব। সংগঠনটিতে উপদেষ্টা হিসেবে রয়েছেন, এম এ আলম, মোঃ ইকবাল হাসান, মোঃ শরিফুল ইসলাম।

কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন, মোঃ আব্দুল আলিম, মোঃ মোতাহার হোসেন সরকার, মোঃ হামিদুর রহমান সাগর, হরপ্রসাদ বিশ্বাস, অনুপ দা। যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন মোঃ এনায়েত উল্লাহ তোহা, মোঃ মাজেদুল ইসলাম, মোঃ মনিরুজ্জামান, মোঃ তৌহিদুল ইসলাম।


সর্বশেষ সংবাদ