ঢাবি শিক্ষক সমিতিকে প্রত্যাখান সাদা দলের
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২২ আগস্ট ২০২৪, ০১:০০ PM , আপডেট: ২২ আগস্ট ২০২৪, ০১:০০ PM
শিক্ষক-শিক্ষার্থীবান্ধব না হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষক সমিতিকে প্রত্যাখান করেছে বিশ্ববিদ্যালয়টির সাদা দল সমর্থক শিক্ষকেরা। বৃহস্পতিবার (২২ আগস্ট) এক বিজ্ঞপ্তির মাধ্যমে দলটি এ ঘোষণা দেয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষক সমিতিকে প্রত্যাখান করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান অনির্বাচিত শিক্ষক সমিতির বিগত দিনের কর্মকান্ড শিক্ষক-শিক্ষার্থীবান্ধব না হওয়ায়, স্বৈরাচারী সরকার ও তাদের দোসরদের অব্যাহত সমর্থন প্রদান করায় এবং সাম্প্রতিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বিরুদ্ধে অবস্থান নেয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দল সমর্থক শিক্ষকবৃন্দ শিক্ষক সমিতিকে প্রত্যাখ্যান করছে।
এর আগে বিশ্ববিদ্যালয়সমূহে অবিলম্বে একাডেমিক কার্যক্রম শুরুর প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য সরকারের কাছে দাবি জানিয়েছে ঢাবির বিএনপি-জামায়তপন্থী সাদা দলের শিক্ষকরা। সেই সাথে বিগত ১৫ বছর ধরে স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং সাম্প্রতিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদদের প্রকৃত তালিকা প্রকাশপূর্বক প্রতিটি হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি জানায় তারা।