সরকার বিরোধী আন্দোলন
গ্রেপ্তার দুই শিক্ষক পরিবারকে আর্থিক সহায়তা ইউট্যাবের
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৩, ০৮:২৯ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫০ PM
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চলমান সরকার বিরোধী আন্দোলনে মামলার শিকার দুই শিক্ষকের পাশে দাঁড়িয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)। বুধবার (১৩ ডিসেম্বর) শিক্ষকদের পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তা বুঝিয়ে দেন সংগঠনটির নেতারা।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারের বিভিন্ন মামলায় গ্রেপ্তারের শিকার দুই শিক্ষকের পরিবারকে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব) পক্ষ থেকে আর্থিক সহযোগিতা দেয়া হয়েছে।
আরও পড়ুন: ক্ষমতা হারানোর ভয়ে তারেক-জুবাইদার বিরুদ্ধে ফরমায়েশি রায়: ইউট্যাব
এসময় ইউট্যাবের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার, দু’জন যুগ্ম মহাসচিব অধ্যাপক ড. এফ এম আমিনুজ্জামান এবং অধ্যাপক ড. আবুল হাসনাত মো. শামীম উপস্থিত ছিলেন।