বিএনপির অবরোধের প্রতিবাদে চবির প্রগতিশীল শিক্ষকদের মানববন্ধন

০৫ নভেম্বর ২০২৩, ০৬:৫৪ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৩৮ PM
মানববন্ধন

মানববন্ধন © টিডিসি ফটো

চলমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে প্রধান বিচারপতির বাসভবনে হামলা, পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা, দেশব্যাপী অগ্নি-সন্ত্রাস ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রগতিশীল শিক্ষক সমাজ। রবিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে ঘণ্টা-ব্যাপী মানববন্ধন করেন প্রায় অর্ধশতাধিক শিক্ষক।

সঙ্গীত বিভাগের সহকারী অধ্যাপক কৌশিক আহমেদের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন হলুদ দলের আহ্বায়ক অধ্যাপক ড. সেকান্দর চৌধুরী, ইতিহাস বিভাগের অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম, পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক শ্যামল রঞ্জন চক্রবর্তী, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আলী আজগর চৌধুরী।

আরও বক্তব্য রাখেন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষক সুলতানা সুকন্যা বাশার, বাংলা বিভাগের শিক্ষক ড. শেখ সাদী, ফিশারিজ বিভাগের ড. শহিদুল আলম শাহীন, ওশানোগ্রাফি বিভাগের ড. ওয়াহিদুল আলম ও এনামুল হক নীল, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এ.কে.এম. জিয়াউর রহমান, রসায়ন বিভাগের ড. ফণি ভূষণ বিশ্বাস, ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের সাখাওয়াত হোসেন, ইতিহাস বিভাগের দেবাশীষ প্রামাণিক, মনোবিজ্ঞান বিভাগের অলি আহমদ পলাশ ও ফারসি বিভাগের আলতাফ হোসেন।

হলুদ দলের আহ্বায়ক অধ্যাপক সেকান্দর চৌধুরী বলেন, শেখ হাসিনার হাত ধরে ইতিহাসের এক বিস্ময়কর উন্নয়নের ধারায় পৌঁছেছি আমরা। গণতান্ত্রিক প্রক্রিয়ায় শেখ হাসিনাকে সরানো সম্ভব নয়। তাই বিএনপি-জামায়াত তাকে নির্মুল করতে মাঠে নেমেছে, যেমন করেছিল বঙ্গবন্ধুকে।

তিনি আরও বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র নানা অজুহাতে বর্তমান সরকারকে উৎখাত করতে চায়। তারা অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নৌঘাঁটি স্থাপন ও দেশের খনিজ সম্পদ লুট করতে চায়। তারা নিজেদেরকে গণতন্ত্রের অভিভাবক দাবি করে অথচ ফিলিস্তিনে নারী-শিশুদের ওপর নির্মমতা দেখে না। উলটা ইসরায়েলকেই সামরিক সহযোগীতা করে যাচ্ছে।

তিনি আরও বলেন, একাত্তরে যে মুক্তিযুদ্ধ হয়েছে তাতে আমরা যোগদান করতে পারিনি। কিন্তু আমাদের সামনে আরেকটা মুক্তিযুদ্ধ আছে, সেটা হলো শেখ হাসিনা ও গণতন্ত্রকে রক্ষা করা। কারণ জামায়াত-বিএনপি আবার পাকিস্তানি ধারায় ফিরে যেতে চায়।

ট্যাগ: চবি
বিয়ের এক বছরের মাথায় ভাঙনের মুখে তাহসানের দ্বিতীয় সংসারও
  • ১১ জানুয়ারি ২০২৬
নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণ, ৮ শ্রমিক দগ্ধ
  • ১১ জানুয়ারি ২০২৬
৩৯ বছর পর ম্যানসিটির ১০ গোলের তাণ্ডব, লন্ডভন্ড এক্সটার সিটি
  • ১১ জানুয়ারি ২০২৬
বল বাসার চালে পড়ায় গরম পানি নিক্ষেপ; দগ্ধ হয়ে বার্ন ইউনিটে …
  • ১১ জানুয়ারি ২০২৬
সুখটান দেওয়া বিড়ির মধ্যেও দাঁড়িপাল্লার দাওয়াত: বিতর্কিত …
  • ১১ জানুয়ারি ২০২৬
নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্নে ‘আরেকবার চেষ্টা করে দেখার…
  • ১১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9