আমেরিকায় সাড়া ফেলা বাংলাদেশি বংশোদ্ভুত কমেডিয়ান উসামার গল্প

২০ মার্চ ২০২১, ০৮:৪৫ PM
উসামা সিদ্দিকী

উসামা সিদ্দিকী © ফাইল ফটো

যুক্তরাষ্ট্রের মতো প্রতিযোগিতাপূর্ণ জায়গায় কমেডি বা কৌতুক অভিনয়কে নিজের ক্যারিয়ার হিসেবে নিয়ে মাত্র এক বছরের মধ্যে বেশ সাড়া ফেলেছেন বাংলাদেশি বংশোদ্ভুত উসামা সিদ্দিকী।

গল্পটা খুবই সাদামাটা। বছর কয়েক আগে হঠাৎ একদিন টেক্সাসের ডালাসে বন্ধুর সঙ্গে একটি স্ট্যান্ডআপ কমেডি পার্টিতে যান উসামা। দর্শক হিসেবে তাঁর মন বলে ওঠে, ‘আরে! আমি কেন কমেডি করছি না?’ পরে টুকটাক করে শুরু করেন স্ট্যান্ডআপ কমেডি।

গল্পের মোড় ঘুরে যায় গত বছরের আমেরিকা’স গট ট্যালেন্ট (এজিটি) শোতে অংশ নিয়ে। ব্যতিক্রমধর্মী অনন্যসব প্রতিভার সন্ধানে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ও ঐতিহ্যবাহী রিয়েলিটি শোতে অংশ নিয়ে বলার মতো কোনো ফল পাবেন তা একেবারেই আশা করেননি উসামা। শুধু মন উজাড় করে পারফর্ম করেছেন। প্রায় ৮ ঘণ্টা গ্রিনরুমে অপেক্ষার পর মঞ্চে জায়গা পান তিনি। তা-ও আবার সময় মাত্র দুই মিনিট। সামনে বসা সিমন কোয়েল, হেইডি ক্লাম ও সোফিয়া ভেরগারা’র মতো তাবড় তাবড় সব বিচারক। তাদেরকে হাসাতে হবে।

সঞ্চালক টেরি ক্র্যুজ মঞ্চে ডাকলে উসামা শুরু করেন ভায়ের বিয়ের সময়কার ঘটনা দিয়ে। শুরুতে বলে নেন, তিনি উসামা বিন লাদেন পরিবারের কেউ নন। তিনি উসামা সিদ্দিকী। পরে বর্ণবাদ নিয়ে সংক্ষিপ্ত কয়েকটি কৌতুক শুনিয়ে বিচারকদের মন জয় করতে সক্ষম হন। এরপর আর পেছনে তাকাতে হয়নি প্রতিভাধর এই তরুণকে।

পড়াশোনা চিকিৎসাবিদ্যায় হলেও ক্যারিয়ার সেদিকে না নিয়ে কৌতুক অভিনয়ের দিকে পা বাড়ানোয় শুনতে হয়েছে নানা কথা। তবে এজিটিতে সাফল্য দেখানোর পর তার কথা শোনার দিন শেষ হয়েছে। এখন বরং পরিবারের লোকজন এই কমেডিয়ান উসামাকে নিয়েই গর্ব করেন।

উসামার বাংলাদেশি বাবা মা কানাডায় থাকেন। আর ২৯ বছর বয়সী উসামা থাকেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। বাংলাদেশে নিয়মিত যাতায়াত রয়েছে তাঁর। এমনকি একেবারেই শুদ্ধ করে বাংলা বলতে পারেন তিনি।

কমেডি চালিয়ে যেতে বন্ধু প্রণব বিহারির সঙ্গে একটি ‘ম্যাঙ্গো বায়’ নামে চালু করেছেন একটি পডকাস্ট শো।

তবে কিছুদিন এমনও গেছে তাঁর কৌতুক শুনে কেউ হাসেনি। হতাশা পেয়েছে বসেছে উসামার মনে। কৌতুক সত্যিই কঠিন একটা জিনিস। দুনিয়াখ্যাত নাট্যকার জর্জ বার্নার্ড শ পর্যন্ত স্বীকার করেছেন কৌতুক অভিনয় সহজ কাজ নয়।

কমেডিই যেহেতু ভালবাসেন, ফলে আবার ঘুরে দাঁড়িয়েছেন উসামা। ‘জিরো ড্রিমস অব সুশি’ প্রামাণ্যচিত্র দেখে মনোবল অনেকটা ফিরে পান তিনি। এখন জনপ্রিয়তার তুঙ্গে রয়েছেন বাংলাদেশি বংশোদ্ভুত এই তরুণ কৌতুক অভিনেতা।

সরকারি চাকরিজীবীদের গড় বেতন কত শতাংশ বৃদ্ধির সুপারিশ করবে প…
  • ২১ জানুয়ারি ২০২৬
বিএনপির নির্বাচনী কমিটির দায়িত্বে থাকা ১ কর্মীর মরদেহ কুমার…
  • ২১ জানুয়ারি ২০২৬
দুই বাসের মাঝে চাপা পড়ে প্রাণ গেল হেলপারের
  • ২১ জানুয়ারি ২০২৬
‘প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট ও অর্থ কমিটিতে সাত কল…
  • ২১ জানুয়ারি ২০২৬
অন্যায়ের প্রতিবাদ করে শতবার বহিষ্কার হতেও রাজি: ফিরোজ
  • ২১ জানুয়ারি ২০২৬
আত্মসমর্পণ করলেন মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল…
  • ২১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9