জো বাইডেন প্রশাসনে আরেক বাংলাদেশি
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২১, ১০:১৭ AM , আপডেট: ২৬ জানুয়ারি ২০২১, ১০:১৭ AM
মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনে জায়গা দিলেন আরেক বাংলাদেশিকে। বাংলাদেশি বংশোদ্ভুত ফারাহ আহমেদকে দেশটির পল্লী উন্নয়ন সচিবালয়ের অধীনে স্টাফ প্রধান হিসেবে বাইডেন নিযুক্ত করেছেন।
ফারাহ আহমেদ যুক্তরাষ্ট্রের কর্নেল বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর ও প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেছেন। তিনি ড. মাতলুব আহমেদ ও ড. ফেরদৌস আহমেদের মেয়ে। তারা দুজনই সেখানে অধ্যাপনায় যুক্ত।
তার নানা ড. আব্দুল বাতেন খান বাংলাদেশ পারমাণবিক শক্তি কমিশনের চেয়ারম্যান ছিলেন। তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খানের ভাগ্নি।
মার্কিন গণমাধ্যমগুলো বলছে, দেশের প্রশাসনে এত উঁচু পদে কোনো বাংলাদেশি এবারই প্রথম নিয়োগ পেলেন। এর আগের নিজ প্রশাসনে এক বাংলাদেশিকে নিয়োগ দিয়েছেন বাইডেন। তার নাম জেইন সিদ্দিক। তিনি হোয়াইট হাউস প্রশাসনে নিয়োগ পান।