বিসিএসে শিক্ষা ক্যাডার হলেন ঢাবির চিন্ময় কান্তি কর, অপেক্ষায় আরও দুই বিসিএস

চিন্ময় কান্তি কর
চিন্ময় কান্তি কর  © টিডিসি সম্পাদিত

চিন্ময় কান্তি কর। তার স্বপ্ন ছিল বিসিএস ক্যাডার হওয়ার। এ জন্য আর কোনো চাকরিতে যোগ দেননি তিনি। অবশেষে তার স্বপ্ন পূরণ হয়েছে। তিনি  ৪৪তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। 

তার গ্রামের বাড়ি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার আশুজিয়া ইউনিয়নের সিংহেরগাঁও (করবাড়ি) গ্রামে। তাঁর বাবা একজন হোমিও প্যাথি চিকিৎসক। চিন্ময় আশুজিয়া ইউনিয়নের আশুজিয়া জে.এন.সি স্কুল থেকে ২০১১ সাল মানবিক বিভাগে এসএসসি পরীক্ষায় জিপিএ-৪.৯৪ পেয়ে উত্তীর্ণ হন। পরে নেত্রকোনা সরকারি কলেজ থেকে ২০১৩ সালে মানবিক বিভাগে এইচএসসি পরীক্ষায় জিপিএ- ৪.৮০ পান।  

উচ্চ শিক্ষার জন্য তিনি ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে। তিনি ৪১ তম ও ৪৪তম বিসিএসে উত্তীর্ণ  হতে পারেননি। তবে ৪৪ তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন তিনি। অপেক্ষায় আছে আরও দুই বিসিএস। তিনি ৪৫তম বিসিএসের ভাইভা প্রার্থী ও ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার্থী। 

ক্যাডার হওয়ার অনুভূতি প্রকাশ করে চিন্ময় বলেন, আমার স্বপ্ন পূরণ হয়েছে। সততা ও দক্ষতার সাথে দায়িত্বপালনের মাধ্যমে শিক্ষাখাতের উন্নয়নে নিজেকে নিয়োজিত করতে চাই। 


সর্বশেষ সংবাদ