যুক্তরাষ্ট্রের সুসি প্রোগ্রামে বাংলাদেশের চার শিক্ষার্থী
- জবি প্রতিনিধি
- প্রকাশ: ৩০ মে ২০২৫, ১০:০২ AM , আপডেট: ৩০ মে ২০২৫, ১০:০২ AM
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর (ইউএস ডিপার্টমেন্ট অব স্টেট) সম্মানসূচক স্টাডি অব দ্য ইউএস ইনস্টিটিউট (সুসি) প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ পেয়েছেন বাংলাদেশের চার শিক্ষার্থী। আগামী ২৪ জুন থেকে ২৬ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রের নেভাডা বিশ্ববিদ্যালয়ে এক মাসব্যাপী প্রশিক্ষণ গ্রহণ করবেন তারা।
এই চার শিক্ষার্থী হলেন— ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজের ৩য় বর্ষের শিক্ষার্থী সাফকাত আহমেদ চৌধুরী এবং মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী জিয়াউল হক জীবন; জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী নুরুন নাহার শ্রাবণী ও আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের ইংরেজি বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী ইরাম আজমাইন মুগ্ধ।
অনুভূতি প্রকাশ করে সাফকাত দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘বিশ্ব দরবারে নিজের দেশের প্রতিনিধিত্ব করা নিঃসন্দেহে গর্বের বিষয়। এই সুযোগ কাজে লাগিয়ে দেশের সর্বোচ্চ উপকারে আসা আমাদের মূল লক্ষ্য।’
শ্রাবণী বলেন, ‘বিভিন্ন দেশের তরুণদের নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে এই আয়োজন সত্যিই একটি অসাধারণ সুযোগ। বৈশ্বিক প্রেক্ষাপটে কাজ করা, ভিন্ন চিন্তাধারা, সংস্কৃতি ও নেতৃত্বের ধরন সম্পর্কে জানার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে চাই।’
জীবন বলেন, ‘এই আন্তর্জাতিক প্রোগ্রামটিতে সুযোগ পাওয়া শুধু আমাদের ব্যক্তিগত অর্জন নয়, বরং এটি দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার এক অনন্য মাধ্যম। আমরা দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ, আমাদের জ্ঞান, অভিজ্ঞতা ও দক্ষতা দেশের কল্যাণে কাজে লাগাব।’
মুগ্ধ বলেন, ‘এই প্রোগ্রামটি পৃথিবীকে সুপরিকল্পিতভাবে সবুজায়ন করার একজন যোদ্ধা হিসেবে নিজেকে গড়ে তুলতে আমাকে আরও একধাপ এগিয়ে নিয়ে যাবে। বহির্বিশ্বে বাংলাদেশের নাম উজ্জ্বল করতে ও তাদের সংস্কৃতি সম্পর্কে জ্ঞান আহরণের মাধ্যমে একটি পারস্পরিক মিশ্র সাংস্কৃতিক মেলবন্ধন তৈরি করতে চাই।’
উল্লেখ্য, সুসি হলো যুক্তরাষ্ট্র সরকারের একটি মর্যাদাপূর্ণ শিক্ষা কর্মসূচি, যা বিভিন্ন দেশের উদীয়মান তরুণ নেতা ও শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের সমাজ, সংস্কৃতি, ইতিহাস এবং নীতিমালার গভীর জ্ঞান অর্জনের সুযোগ তৈরি করে। এ বছর ‘ন্যাচারাল রিসোর্সেস’ প্রতিপাদ্যকে সামনে রেখে এ প্রোগ্রামের আয়োজন করা হয়েছে।