তিন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা, তিনটিতেই চান্স পেলেন জমজ সামি-অমি

সামি-অমি
সামি-অমি  © সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাইয়ের জমজ দুই ভাই নাহিদুল ইসলাম সামি ও মাহিদুল ইসলাম অমি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ভর্তি পরীক্ষায় অভূতপূর্ব সাফল্য অর্জন করেছেন। উভয়েই কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগে ভর্তির সুযোগ পেয়েছেন। সামি মেধা তালিকায় ৫২তম এবং অমি ১০১তম স্থান অর্জন করেছেন।

শুধু বুয়েটেই নয়, তারা চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর ভর্তি পরীক্ষাতেও সফল হয়েছেন। সামি চুয়েটে ২০৫তম ও কুয়েটে ৯১৩তম স্থান অর্জন করেছেন, অন্যদিকে অমি চুয়েটে ১৪তম ও কুয়েটে ২৮৭তম হয়েছেন।

সামি ও অমি ২০২২ সালে মিরসরাইয়ের জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন। এরপর সামি চট্টগ্রাম সরকারি সিটি কলেজ ও অমি হাজী মুহাম্মদ মহসিন কলেজ থেকে এইচএসসিতেও গোল্ডেন জিপিএ-৫ পান।

তাদের বাবা জসিম উদ্দিন দুলাল চট্টগ্রামের একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। দুই ছেলের অসাধারণ সাফল্যে তিনি আনন্দিত। তিনি বলেন, ‘আমার স্বপ্ন ছিল সন্তানদের বুয়েটে পড়াব। আল্লাহ সেই স্বপ্ন পূরণ করেছেন। তারা ছোটবেলা থেকেই মেধাবী, যার প্রমাণ জেএসসি, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় তাদের অর্জিত গোল্ডেন জিপিএ-৫।’

সাফল্যের অনুভূতি প্রকাশ করে সামি বলেন, ‘আমরা দুই ভাই একসঙ্গে চান্স পাওয়ায় খুব ভালো লাগছে। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি এবং মা-বাবা ও শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। তাদের সহযোগিতা ও অনুপ্রেরণায় আমরা এতদূর আসতে পেরেছি।’

বুয়েটে একসঙ্গে চান্স পাওয়া জমজ ভাইয়ের সাফল্যে তাদের পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence