আইবিএতে প্রথম ছেলের সাফল্যে মাকে কৃতিত্ব দিলেন ঢাবি অধ্যাপক বাবা

অধ্যাপক ড. যুবাইর মুহাম্মদ এহসানুল হক ও রায়ান সাদ আল হক
অধ্যাপক ড. যুবাইর মুহাম্মদ এহসানুল হক ও রায়ান সাদ আল হক  © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) বিবিএ প্রোগ্রামের ভর্তি পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) বিভাগের ওয়েবসাইটে চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। 

এ পরীক্ষায় প্রথম হয়েছেন ঢাবির আরবি বিভাগের চেয়ার‌ম্যান অধ্যাপক ড. যুবাইর মুহাম্মদ এহসানুল হকের ছেলে রায়ান সাদ আল হক। ফল প্রকাশের পর ছেলের সাফল্যের পেছনে মায়ের কৃতিত্ব দিয়ে ফেসবুক পোস্ট করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বাবা।

পোস্টে তিনি লিখেছেন, মায়ের যত্নে পুত্রের সাফল্য। আমার বড় ছেলে রাইয়ান সাদ আল-হক এ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ-এর বিবিএ ভর্তি পরীক্ষায় মেধাতালিকায় প্রথম স্থান অধিকার করে উত্তীর্ণ হয়েছে। আল-হামদু লিল্লাহ!

‘শৈশব থেকে আমি ব্যক্তিগতভাবে সন্তানদের পড়ালেখার ব্যাপারে  যত্নশীল ছিলাম। কিন্তু বিভাগীয় চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণের পর ব্যস্ততা এত বেড়ে যায় যে, আমি ছেলেদের পড়ালেখার খবর নেওয়ার সময় পাইনি, অথচ এ সময়টা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। বড় ছেলেটা নটরডেমে এইচএসসিতে ভর্তি হয়েছিল এ সময়।’

474478242_28267550869557466_4482947566500582817_n

ওই পোস্টে তিনি আরও লিখেছেন, এইচএসসির পর যখন কোচিং শুরু হল, রাইয়ানের আম্মু বিরাট এক দায়িত্ব নিজ কাঁধে তুলে নিল। সে প্রতিদিন রাইয়ানের সাথে কোচিংয়ে যেত। সাথে একটি কুরআন শরিফ নিয়ে যেত। যতক্ষণ কোচিং চলত, অভিভাবক কক্ষে কুরআন তেলাওয়াত করতে থাকতো। কে কী মনে করল, তা পরোয়া না করেই। বাসায়ও প্রায় সময় তাঁকে কুরআন তেলাওয়াত ও দু’আ দরুদে ব্যস্ত থাকতে দেখেছি। সন্তানের সাফল্যের জন্য একনিষ্ঠভাবে লেগে থাকার দৃষ্টান্ত। 

আরো পড়ুন: বেসরকারি মেডিকেলে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ, ফি ৩০০ টাকা

সর্বশেষে তিনি লেখেন, রাইয়ানকে বলি, জাগতিক সাফল্যই একজন মুসলিমের প্রকৃত সফলতা নয়; মু’মিনের প্রলম্বিত জীবনে পরকালীন সাফল্যই মুখ্য। দুনিয়ার মোহে পার্থিব সাফল্যের তোড়ে পরকালীন সফলতার জন্য প্রচেষ্টা যেন গৌণ না হয়। ফাহিমা হককে অভিনন্দন। সন্তানের সাফল্যে তোমার যত্ন ও তত্ত্বাবধান অনস্বীকার্য। চলো, পার্থিব সাফল্যের পাশাপাশি পরকালীন সাফল্য অর্জনে সন্তানদের উৎসাহ প্রদান জোরদার করি।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence