মোবাইল দিয়ে ছবি তুলে বিশ্ব গণমাধ্যমে ঢাবি শিক্ষার্থী মাহফুজ 

০৮ জানুয়ারি ২০২৫, ১০:৩৩ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৫০ PM
আব্দুল্লাহ আল মাহফুজের তোলা ছবি

আব্দুল্লাহ আল মাহফুজের তোলা ছবি © সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে বেড়ে ওঠা আব্দুল্লাহ আল মাহফুজের স্কুলজীবন থেকে ছবি তোলার প্রতি ছিল প্রবল আগ্রহ। মোবাইল দিয়েই শখের ছবি তোলা শুরু করেন তিনি। ধীরে ধীরে সেই ছবিগুলো দিয়ে অংশগ্রহণ করতে থাকেন বিভিন্ন প্রতিযোগিতায়। সে সময় বিজয়ী হতে থাকলে নিজের প্রতি আত্মবিশ্বাস এবং আরো বেশি ছবি তোলার প্রতি আগ্রহী হয়ে উঠেন।

তবে সংগ্রামের জীবনে ক্যামেরার শখ অপূর্ণ থেকে যায় তার। কিন্তু মোবাইলে ছবি তোলা থামেনি। কলেজের গণ্ডি পেড়িয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এর বাংলা বিভাগে ভর্তি হয়ে আরো বেশি আগ্রহ জন্মে ফটোগ্রাফির প্রতি। এরই মধ্যে দেশ ও বিদেশে অসংখ্য আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছেন তিনি। 

আমেরিকা ভিত্তিক কোম্পানির সাথে ফটোগ্রাফির প্রজেক্ট এর কাজ করেও নিজের পড়াশোনার খরচ চালিয়ে নেন তিনি। পাশাপাশি ইউকে ভিত্তিক আন্তর্জাতিক ফটো এন্ড নিউজ এজেন্সিতে যুক্ত হয়ে সেখান থেকেও আর্থিক উপার্জন করতে থাকেন মাহ্‌ফুজ। 

উল্লেখযোগ্য আন্তর্জাতিক পুরস্কার গুলোর মধ্যে রয়েছে ২০১৯ সালে ইউনেস্কো আয়োজিত ওয়াস্টএইড ফটোগ্রাফি প্রতিযোগিতায় দ্বিতীয় রানারাপ, ২০২২ সালে জাতিসংঘ আয়োজিত ফটোগ্রাফি ফর হিউম্যানিটি প্রতিযোগিতায় ফাইনালিস্ট ও ২০২৩ সালে এক্সপোজার ইন্টারন্যাশনাল ফটোগ্রাফি এন্ড ফিল্ম এওয়ার্ডসে কম্পিটিশন এ ফাইনালিস্ট সহ অসংখ্য পুরস্কার।

এছাড়াও ইউনেস্কো আয়োজিত ওয়াস্টএইড ও সময় টিভি আয়োজিত সেরা মোবাইল ফটোগ্রাফি প্রতিযোগিতায় ৫ম স্থান অর্জনসহ জাতীয় পর্যায়ে নানান পুরস্কার অর্জন করেছেন তিনি। বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে একাধিকবার ছবি প্রকাশিত হয়েছে তার হাতে তোলা ছবি। প্রত্যেকটি ছবিই তিনি তুলেছেন মোবাইল দিয়ে। 

আব্দুল্লাহ আল মাহ্‌ফুজ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘ছবি তোলার প্রতি আগ্রহটা শুরু হয় মূলত ২০১৯ সালে। এরপর পরিবারের প্রেরণা ও ইমরান ভাই (ইন্টারন্যাশনাল ফটোজার্নালিস্ট) এর পরামর্শে এগিয়ে যেতে থাকি স্বপ্ন ছুতে। মোবাইল দিয়েই ছবি তুলে এতদূর আসলেও প্রায়ই হতাশা কাজ করে যখন দেখি অন্য কেউ ভালো ক্যামেরা ব্যবহার করছে। যখন হতাশা কাজ করে ক্যামেরা না থাকায় তখন সবচেয়ে কাছের শুভাকাঙ্ক্ষী তোহফাতুল জিনান সবসময়ই আমাকে প্রেরণা দেয় এগিয়ে যাওয়ার। আর সেই প্রেরণায় ছুটে চলছি নিরন্তর। ইচ্ছে আছে বিশ্বের বুকে নিজের নাম প্রতিষ্ঠিত করার। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সংস্কৃতিকে ইতিবাচক ভাবে তুলে ধরার।’

  

মোবাইল ফটোগ্রাফি বিষয়ে মাহ্‌ফুজ বলেন, ‘ছবি তুলতে হলে আমি মনে করি সবচেয়ে বেশি প্রয়োজন সেন্স অফ ভিউ। একটা সাধারণ মোবাইল দিয়ে অনেকসময় আন্তর্জাতিক মানের ছবি তোলা যায় আবার অনেক ভালো ক্যামেরা দিয়েও অতি সাধারণ মানের ছবি তোলা যায়। সুতরাং হতাশ না হয়ে নিজের শখকে প্রাধান্য দিয়ে কাজ চালিয়ে যাওয়া উচিত। বর্তমানে বিশ্বে মোবাইল ফটোগ্রাফারদের জন্য আলাদা করে সুযোগ দেয়া হচ্ছে, অনেক বেশি এক্সপোজার পাওয়ার সুযোগ হচ্ছে যা ইতিবাচক। এছাড়া ছবি তুলে মোটামুটি আয় করে পড়াশোনাও চালানো সম্ভব বলে আমি মনে করি।’

মাসিক ভাতাসহ বিনা মূল্যে ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে ইউরোপ, …
  • ১০ জানুয়ারি ২০২৬
নেত্রকোনায় মোটরসাইকেল চুরির সময় যু্বক আটক
  • ১০ জানুয়ারি ২০২৬
শীত নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস
  • ১০ জানুয়ারি ২০২৬
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ‘সি-১’ ইউনিটের চূড়ান্ত ফল প্রক…
  • ১০ জানুয়ারি ২০২৬
৫ আগস্টের আগের অবস্থায় ফিরে যেতে চাই না: তারেক রহমান
  • ১০ জানুয়ারি ২০২৬
আর্থিক খাতে লুটপাটের সংস্কৃতি ফেরত আসতে দেওয়া হবে না: গভর্নর
  • ১০ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9