ওয়ার্ল্ড ম্যাথমেটিক্স চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের ৬ স্বর্ণপদক জয়

০৬ ডিসেম্বর ২০২৪, ১১:৩৭ AM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:২৫ PM
ওয়ার্ল্ড ম্যাথমেটিক্স টিম চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণকারী বাংলাদেশ দল

ওয়ার্ল্ড ম্যাথমেটিক্স টিম চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণকারী বাংলাদেশ দল © সংগৃহীত

ওয়ার্ল্ড ম্যাথমেটিক্স টিম চ্যাম্পিয়নশিপ-২০২৪ এ বাংলাদেশ দল ছয়টি স্বর্ণপদক, ১১ রোপ্য, ৭ ব্রোঞ্জ এবং তিনটি মেরিটসহ ২৭ জনের সবাই পদক পেয়েছে। গণিতের এ সম্মানজনক আন্তর্জাতিক প্রতিযোগিতা গত ২৮ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত কাতারের দোহায় অনুষ্ঠিত হয়েছে। কাতার ফাউন্ডেশন এতে পৃষ্ঠপোষকতা করেছে।

ওয়ার্ল্ড ম্যাথমেটিক্স টিম চ্যাম্পিয়নশিপে জুনিয়র লেভেলের জন্য নির্বাচিত দল ছিল ‘দ্যা বেঙ্গল হেক্সাগন’, ইন্টারমিডিয়েট লেভেলের জন্য নির্বাচিত দল ‘দ্যা রয়েল সিক্স অব বেঙ্গল’, ‘দ্যা ডেল্টা সিক্স’ এবং ‘দ্যা বেঙ্গল হেক্সা’। অ্যাডভান্সড লেভেলের জন্য নির্বাচিত দল ‘দ্যা বেঙ্গল ট্রাইনোমিয়াল’ নিজ নিজ ক্যাটাগরিতে দলগতভাবে শীর্ষ ৩০ এর মধ্যে স্থান পেয়েছে। বাংলার ম্যাথের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিযোগিতায় জুনিয়র লেভেলের অহন বনিক এবং ইন্টারমিডিয়েট লেভেলের তাহমীদ আল আসাদ, মোবাশ্বির আরিক, প্রজেশ ভৌমিক, সাকিফ মিহরান সাবির এবং নাশওয়ান হক মাহির স্বর্ণপদক লাভ করে। জুনিয়র লেভেলে আরমান মালিক, ফাতিমা জাহরা শেখ, জান্নাতুল ফেরদৌস নওশিন, ইন্টারমিডিয়েট লেভেলে লাইবা সারিনা ইসলাম, আয়্যান জামান, উছাইওয়াং মার্মা, মো. তাহসিন ইসলাম, মো. সারাফ নুহিল ইসলাম, রাফিদ উন নবী এবং অ্যাডভান্সড লেভেলে মোহাম্মদ মারজুক রহমান ও সাদ বিন আহমেদ রোপ্যপদক লাভ করে।

জুনিয়র লেভেল এ শেখ আলিমুল হাকিম, ইন্টারমিডিয়েট লেভেলে মোহাম্মদ সাইফান হায়দার, সাকিন আল সাদাফ, শুভ্র অনিন্দ্য বেপারী, মোহাম্মদ ইবতেসাম ইসলাম মো. ফাহিম এবং অ্যাডভান্সড লেভেলে ইনতেশার আলম মানাম ব্রোঞ্জপদক লাভ করেছে। জুনিয়র লেভেলে গৈরিক পাল, ইন্টারমিডিয়েট লেভেলে হুমায়রা আফিয়া ও অহম সাহা লাভ করেছে মেরিট সার্টিফিকেট।

আরো পড়ুন: ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন বিজ্ঞানপ্রিয়’র প্রতিষ্ঠাতা জাবি ছাত্র শাওন

আয়োজকরা জানান, ওয়ার্ল্ড ম্যাথমেটিক্স টিম চ্যাম্পিয়নশিপের (ডাব্লিউএমটিসি) জন্য বাংলাদেশ গণিত দলের সদস্যদের নির্বাচনের লক্ষ্যে আয়োজিত বাংলার ম্যাথ টিম চ্যাম্পিয়নশিপ (বিএমটিসি) ২০২৪ এ সারা দেশ থেকে দুই হাজারের অধিক শিক্ষার্থী নিবন্ধন করে। নিবন্ধনকৃত শিক্ষার্থীদের নিয়ে প্রথমে অনুষ্ঠিত হয় ‘অনলাইন বাছাই রাউন্ড’। এ ধাপে নির্বাচিতদের নিয়ে ‘গণিত হোক আনন্দের’ স্লোগানে গত ২৭ সেপ্টেম্বর ঢাকার সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয় বাংলার ম্যাথ টিম চ্যাম্পিয়নশিপ-২০২৪ এর জাতীয় পর্যায়। 

দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৪৫০ শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় জুনিয়র,ইন্টারমিডিয়েট ও অ্যাডভান্সড লেভেলে মোট ১০১ জন বিজয়ী হয়। টিম রাউন্ডে জুনিয়র লেভেলে পাঁচটি দল, ইন্টারমিডিয়েট লেভেলে ১০ এবং অ্যাডভান্সড লেভেলে তিনটি দল বিজয়ী হয়। 

বিজয়ীদের জাতীয় পর্বের পরীক্ষা এবং পরবর্তীতে নির্বাচনী পরীক্ষার মাধ্যমে জুনিয়র লেভেলে ছয়জনের একটি টিম, ইন্টারমিডিয়েট লেভেলে ১৮ জনের তিনটি টিম এবং অ্যাডভান্সড লেভেলে তিনজনের একটি টিমকে ওয়ার্ল্ড ম্যাথমেটিক্স টিম চ্যাম্পিয়নশিপের জন্য নির্বাচন করা হয়। অংশগ্রহণকারী বাংলাদেশ দলের ট্র্যাভেল স্পন্সর হিসেবে যুক্ত রয়েছে বাংলাদেশের জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

নবম পে-স্কেলে সব গ্রেডে বাড়ি ভাড়া বাড়ছে না
  • ২০ জানুয়ারি ২০২৬
এমপি প্রার্থীকে শোকজ নিয়ে যা বলছেন জামায়াতপন্থী চিকিৎসকরা
  • ২০ জানুয়ারি ২০২৬
কত নম্বর পেয়ে ঢাবি ভর্তি পরীক্ষায় প্রথম হলেন তারা
  • ২০ জানুয়ারি ২০২৬
আরেকবার যুবক হয়ে লড়তে হবে: জামায়াত আমির
  • ২০ জানুয়ারি ২০২৬
পিএসসির গাড়িচালক আবেদ আলীর ছেলে দুদকের হাতে গ্রেপ্তার
  • ২০ জানুয়ারি ২০২৬
পে-কমিশনের শেষ সভা কাল, শুরু বেলা ১২টায়
  • ২০ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9