নার্সিং ভর্তি পরীক্ষায় প্রথম নেভী
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৯ মে ২০২৩, ০৭:১১ PM , আপডেট: ২৯ মে ২০২৩, ০৭:১১ PM
২০২২-২৩ শিক্ষাবর্ষের নার্সিং ও মিডওয়াইফারি কোর্সের ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছেন নাসরিন জাহান নেভী। তিনি নেত্রকোনা সরকারি কলেজের শিক্ষার্থী ছিলেন।
এর আগে গত শুক্রবার রাজধানী ঢাকাসহ দেশের ২০টি কেন্দ্রের ৬২ ভেন্যুতে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করে নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল।
নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সরকারি এবং বেসরকারি নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষাপ্রতিষ্ঠানে বিএসসি ইন নার্সিং, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সরকারি নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে (কোড অনুযায়ী) ভর্তির জন্য নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হলো। অবশিষ্ট উত্তীর্ণ প্রার্থীদের মেধাক্রম ও কোটার ভিত্তিতে অপেক্ষমাণ তালিকা হিসেবে বিবেচনা করা হবে।