ইনটেল ছেড়ে মেটায় যোগ দিলেন বিইউবিটির আলভী

আলভী
আলভী  © সংগৃহীত

প্রযুক্তি প্রতিষ্ঠান ইনটেল ছেড়ে ফেসবুকের মেটাতে যোগ দিয়েছেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজির (বিইউবিটি) সাবেক শিক্ষার্থী সায়েম আহমেদ আলভী।  এর আগে তিনি ইনটেল মালয়েশিয়াতেও সিনিয়র ফিজিক্যাল ডিজাইন ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন। 

অদম্য পরিশ্রমী এই তরুণ ২০১৬ সালে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনলোজি থেকে  ইলেকট্রিক্যাল এন্ড  ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং থেকে স্নাতক সম্পন্ন করেন। এরপর ট্রেইনি ইঞ্জিনিয়ার হিসেবে ২০১৭ সালে যোগ দেন Ulkasemi তে। ২০১৯ সালে সিনিয়র ডিজাইন ইঞ্জিনিয়ার হিসেবে যোগ দেন Symmid Corporation। ২০২০ ওর নভেম্বরে যোগদান করেন ইনটেল মালয়েশিয়াতে। আর সম্প্রতি তিনি যোগ দিয়েছেন মেটার ফিজিক্যাল ডিজাইনিং ইউনিটে "সিনিয়র ফিজিক্যাল ডিজাইন ইঞ্জিনিয়ার" হিসেবে।

ছাত্রাবস্থায়ও প্রতিভার নজর রেখেছিলেন এই মেধাবী। ,বিশ্ববিদ্যালয়ের বন্ধুদের সাথে গড়া Team Cybertron এর অংশ হিসেবে একাধিক প্রতিযোগিতায় অংশ নিয়ে বিজয়ী হয়েছেন। এছাড়াও আইআইটি কানপুরে অনুষ্ঠিত "Tech Kriti" তে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে চতুর্থ স্থান অধিকার করেছিল Team Cybertron।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence