সৌদির বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে নিয়োগ পেলেন মাবরুক বিল্লাহ

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখছেন ড. হাফেজ সৈয়দ মাবরুক বিল্লাহ
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখছেন ড. হাফেজ সৈয়দ মাবরুক বিল্লাহ  © টিডিসি ফটো

সৌদি আরবের প্রিন্স মুহাম্মদ বিন ফাহাদ বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক হিসেবে নিয়োগ পেয়েছেন ড. হাফেজ সৈয়দ মাবরুক বিল্লাহ। তিনি চরমোনাই জামিয়া আলিয়া শাখার অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোসাদ্দিক বিল্লা আল মাদানীর ছেলে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার (২৭ ডিসেম্বর) চরমোনাই মাদ্রাসা অডিটোরিয়ামে তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

এর আগে ড. মাবরুক বিল্লাহ ২০২০ সালের ৩০ ডিসেম্বর নিউজিল্যান্ডের অকল্যান্ডের মেসি ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তার রিসার্চের টাইটেল ছিল ‘‘Determinants of Integration of Islamic and Conventional Financial Markets’’। এরপর ২০২২ সালের জুনে সৌদি আরবের প্রিন্স মুহাম্মদ বিন ফাহাদ বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক হিসেবে নিয়োগ পান।

আরও পড়ুন: বিনা খরচে আল কাসিম বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর ও পিএইচডি করার সুযোগ

মাবরুক বিল্লাহ চরমোনাই পীর শায়েখ ফজলুল করীমের ছেলের ছেলে (নাতি)। অধ্যক্ষ সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী জানিয়েছেন ড. মাবরুক বিল্লাহ ২০২৩ সালের ৮ জানুয়ারি কর্মক্ষেত্রে যোগদান করবেন।

মাবরুক বিল্লাহের এমন সাফল্যে চরমোনাই মাদ্রাসা অডিটোরিয়ামে তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মাওলানা মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর মাওলানা মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।

এছাড়াও আরো বক্তব্য রাখেন বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের মহাসচিব মাওলানা নুরুল হুদা ফয়েজী, চরমোনাই কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ আব্দুল কুদ্দুস, চরমোনাই কওমিয়া মাদ্রাসার নাযেমে তালিমাত মাওলানা মুহাম্মাদ আব্দুল কাদের, চরমোনাই কামিল মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা মুহাম্মাদ আহমাদ উল্লাহ।


সর্বশেষ সংবাদ