যে ৪০ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কমিটি আছে

০৮ সেপ্টেম্বর ২০২২, ০৮:৩৩ PM
লোগো

লোগো © ফাইল ছবি

সম্প্রতি ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ প্রায় ৩৯টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কমিটি ঘোষণা করেছে। এছাড়া একটি বিশ্ববিদ্যালয়ে আগে থেকেই কমিটি থাকায় মোট ৪০টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কমিটি রয়েছে ছাত্রলীগের।

গত ৩ সেপ্টেম্বর সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ব্যানারে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর একটি সম্মেলনও অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা বলছেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের নানা ধরনের দুর্ভোগে পড়তে হয়। এই সমস্যাগুলো সমাধান করা কিংবা শিক্ষার্থীদের পক্ষে কথা বলার মতো কেউ নেই। তাই বেসরকারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তারা সক্রিয়ভাবে ছাত্র রাজনীতি করতে চান।

আরও পড়ুন: নবীন শিক্ষার্থীকে হলে তোলা নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের হাতাহাতি

এ প্রসঙ্গে সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি জাহিদ হোসেন পারভেজ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির মধ্যে অনেক পার্থক্য রয়েছে। আমরা কেবল শিক্ষার্থীদের দাবি নিয়ে কাজ করতে চাই।

তিনি আরও বলেন, ইউজিসির যে নীতিমালা সেখানে কোথাও ক্যাম্পাসের ভেতর ছাত্র রাজনীতি নিষিদ্ধের কথা বলা হয়নি। ছাত্র রাজনীতি করা আমাদের সাংবিধানিক অধিকার। এই অধিকার খর্ব হলে আমরা অবশ্যই গঠনতান্ত্রিক ভাবে এর মোকাবেলা করবো।

ছাত্রলীগের কমিটি থাকা প্রাইভেট বিশ্ববিদ্যালয়
বাংলাদেশ ছাত্রলীগ সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে ৩৯টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে তাদের কমিটি গঠন করেছে। এগুলো হলো- ব্র্যাক বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ, ইন্ডিপেন্ডেন্ট, ইস্ট ওয়েস্ট, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ, এআইইউবি, ড্যাফোডিল, আইইউবিএটি, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক, সাউথ ইস্ট ইউনিভার্সিটি, স্টেট ইউনিভার্সিটি, আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি, ইউরোপিয়ান, নর্দান, বিইউবিটি, বাংলাদেশ ইউনিভিার্সিটি, বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি, স্টামফোর্ড, প্রাইম ইউনিভার্সিটি, প্রাইম এশিয়া, ইউল্যাব।

এছাড়া ওয়ার্ল্ড ইউনিভার্সিটি, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ ইসলামি ইউনিভার্সিটি, এশিয়ান ইউনিভার্সিটি, ঢাকা ইন্টারন্যাশনাল, ইউআইটিএস, সোনারগাঁও ইউনিভার্সিটি, উত্তরা ইউনিভার্সিটি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, রাজশাহী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পুন্ড্র ইউনিভার্সিটি, এক্সিম ব্যাংক এগ্রিকালচারাল ইউনিভার্সিটি, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ঈশাখা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইস্টার্ন ইউনিভার্সিটি, গ্রিন ইউনিভার্সিটি এবং শান্ত মরিয়ম ইউনিভার্সিটিতে ছাত্রলীগের কমিটি দেওয়া হয়েছে।

তদন্ত গতিশীল করতে দুদকের বিশেষ ১৫ দল গঠন
  • ১২ জানুয়ারি ২০২৬
শহীদ ওসমান হাদির স্মরণে প্রতিবাদী সাংস্কৃতিক কর্মসূচি
  • ১২ জানুয়ারি ২০২৬
সবুজায়ন গড়তে উদ্বোধন হলো ১ টাকায় বৃক্ষরোপণের ওয়েবসাইট
  • ১২ জানুয়ারি ২০২৬
সোনার দামে রেকর্ড, ভরিতে বাড়ল কত?
  • ১২ জানুয়ারি ২০২৬
ভাড়া বাসায় নিয়ে আটকে রেখে বারবার ধর্ষণচেষ্টা, রাবি শিক্ষকের…
  • ১২ জানুয়ারি ২০২৬
বিগত ৩ নির্বাচনে কমিশন কার্যত পাপেটে পরিণত হয়: প্রধান উপদেষ…
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9