সবুজায়ন গড়তে উদ্বোধন হলো ১ টাকায় বৃক্ষরোপণের ওয়েবসাইট © সৌজন্যে প্রাপ্ত
পরিবেশ আইন বিষয়ক সচেতনতা সৃষ্টিতে পরিবেশবাদী সংগঠন ১ টাকায় বৃক্ষরোপণ আয়োজিত ওয়ান আর্থ ফেস্টিভ্যালে এই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গত শনিবার (১০ জানুয়ারি) শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ ভবনের মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। ফেস্টিভ্যালে স্বাগত বক্তব্য রাখেন পরিবেশবাদী সংগঠন ‘১ টাকায় বৃক্ষরোপণ’র প্রেসিডেন্ট শেখ আবদুল্লাহ্ ইয়াছিন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট আজিম পাটোয়ারী। প্যানেল আলোচনায় বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার নূর মোহাম্মাদ আজামী, ব্র্যাক ইউনিভার্সিটির রেজিস্ট্রার ড. ডেভিড ডাউল্যান্ড, ওয়াটারকিপার্স বাংলাদেশের কো-অর্ডিনেটর শরীফ জামিল প্রমুখ।
স্বাগত বক্তব্যে শেখ আব্দুল্লাহ ইয়াছিন বলেন, পরিবেশবাদী সংগঠন ১ টাকায় বৃক্ষরোপণ ২০১৯ সাল থেকে বনায়ন, পরিবেশ রক্ষা ও এসডিজির ১৩ নং লক্ষ্যমাত্রা বাস্তবায়নে কাজ করে আসছে। সংগঠনটি এতদিন সংগঠনের দৈনিক ১ টাকা সঞ্চয় করে মাসের ৩০ টাকা দিয়ে অন্তত একটি গাছ রোপণের জন্যে উৎসাহিত করতে কাজ করে আসছিলো। এই ওয়েবসাইট উদ্বোধনের মধ্যে দিয়ে আজ থেকে তা ওপেন ফর অল করা হচ্ছে। দেশের যেকোনো প্রান্ত থেকে যেকোনো মানুষ সবুজায়নের জন্যে দৈনিক এক টাকা করে দিতে পারবেন এবং তা ওয়েবসাইটের মাধ্যমে আয় ব্যয়ের হিসাব জানতে পারবে।
প্রধান অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেন, বৃক্ষরোপণ কেবল পরিবেশগত কোনো উদ্যোগ নয়; এটি গ্রামীণ সমাজের গভীর সামাজিক নিরাপত্তা ও অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে জড়িত। অনেক নারী সামাজিক নিরাপত্তার কথা ভেবেই গাছ লাগান বলে গবেষণায় উঠে এসেছে। ১ টাকায় বৃক্ষরোপণ যে কাজ করছে আমি তার সাধুবাদ জানাই। এই তরুণাই ২৪ এর যে পরিবর্তন এনে দেখিয়েছে তাদের ধারা পরিবেশ আন্দোলন আরও সুদূর প্রসারী করা সম্ভব।
এছাড়াও ওয়ান আর্থ ফেস্টিভ্যালে দিনব্যাপী পরিবেশ আইন বিষয়ক পলিসি ডায়ালগ, বিতর্ক, রচনা প্রতিযোগিতা, শর্টফিল্ম, ন্যাচারাল ফটোগ্রাফি কন্টেস্ট, প্লাস্টিকের বিনিময়ে গাছ বিতরণ, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটিতে মিডিয়া পার্টনার হিসেবে ছিলো শিক্ষা, শিক্ষাঙ্গণ ও তরুণ ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ডেইলি ক্যাম্পাস।