রাবিতে ভর্তিচ্ছুদের বাস থেকে ২০ হাজার টাকা চাঁদাবাজি ছাত্রলীগের

২৯ জুলাই ২০২২, ১১:২৮ AM
রাবিতে ভর্তিচ্ছুদের নিকট থেকে চাঁদাবাজির অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে

রাবিতে ভর্তিচ্ছুদের নিকট থেকে চাঁদাবাজির অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে © ফাইল ছবি

ময়মনসিংহ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ভর্তিচ্ছুদের পরিবহন ‘ভার্সিটি এক্সপ্রেস’র কাছ থেকে ২০ হাজার টাকা চাঁদাবাজির অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে। ছোট ভাইদের নিয়ে মিষ্টি খাওয়ার কথা বলে নেওয়া হয় এ টাকা। ভর্তি পরীক্ষা চলাকালে গত ২৫ জুলাই বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল স্কুলের মাঠে এ ঘটনা ঘটেছে।

এ ঘটনায় ভুক্তভোগীর নাম আলী আজম তুহিন। তিনি 'ভার্সিটি এক্সপ্রেস'র পরিচালক। ভার্সিটি এক্সপ্রেস ময়মনসিংহ অঞ্চলের বিভিন্ন ভর্তি কোচিং সেন্টারের শিক্ষার্থীদের বাসে রাবিতে আসার ব্যবস্থা করে। আর ঘটনার মূল অভিযুক্ত ছাত্রলীগ নেতার নাম সাবরুন জামিল সুষ্ময়। তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদক।

শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুর অনুসারী সুষ্ময়। বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের ২০১০-১১ সেশনের এ শিক্ষার্থী মাস্টার্স শেষ করেছেন ২০১৮ সালে। এ ছাড়া ময়মনসিংহ জেলা সমিতির কয়েকজন নেতার নামও উল্লেখ করেন ভুক্তভোগী। তাদের মধ্যে আছেন, জিয়া হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম, ফার্মেসি বিভাগের শিক্ষার্থী তুর্য, ধ্রুব। ঘটনার সময় আরও কয়েকজন থাকলেও চিনতে পারেননি ভুক্তভোগী।

ভুক্তভোগীর অভিযোগ ও সরবরাহ করা কল রেকর্ড ও বিকাশ ট্রানজেকশন বিল ঘেঁটে দেখা গেছে, একটি নম্বরে ২৫ জুলাই বিকেল ৩টা ১১ মিনিটে ১০ হাজার এবং অন্য একটিতে একই দিন বিকেল ৫টা ৫২ মিনিটে ১০ হাজার ২০০ টাকা মিলিয়ে মোট ২০ হাজার ২০০ টাকা আদায় করেছেন অভিযুক্তরা। অভিযুক্তের সঙ্গে ভুক্তভোগীর হওয়া একটি কল রেকর্ড ও বিকাশ ট্রানজেকশন বিল এই প্রতিবেদকের কাছে রয়েছে।

ভুক্তভোগীর অভিযোগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময় মোট ২৪টি বাসে ময়মনসিংহ থেকে শিক্ষার্থী নিয়ে আসেন তিনি। বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল স্কুলের মাঠে পার্কিং করা বাসে লাগানো ব্যানার থেকে নম্বর নিয়ে টিকিটের কথা বলে ডাকা হয় তাকে।  এ সময় তিনি শিক্ষার্থীরা বাসে আসা-যাওয়া করতে থাকায় নিজে না গিয়ে হৃদয় নামের তার এক কর্মচারীকে পাঠান।

পরে হৃদয়কে জিম্মি করে মিষ্টি খাওয়ার জন্য তার কাছে ২৪ হাজার টাকা দাবি করেন অভিযুক্ত। শেষ পর্যন্ত ২৪ বাসের জন্য ১২ হাজার টাকা দাবি করেন সুষ্ময়। সে সময় ১০ হাজার টাকা দিয়ে পার পেলেও একই দিন (২৫ জুলাই) সন্ধ্যায় তার ১৪ নম্বর বাসটি রাজশাহী আসার পথে সমস্যা সৃষ্টি করেছে দাবি করে আরও ১০ হাজার ২০০ টাকা আদায় করেছেন অভিযুক্ত।

আলী আজম তুহিন বলেন, ‘সেদিন (২৫ তারিখ) আমাদের ১৪টা বাস যায়। দুপুর আমাকে একজন ফোন করে ময়মনসিংহ যাওয়ার টিকিট চেয়ে আমার সঙ্গে দেখা করে। পরে স্টুডেন্টদের সাথে দেখা করার কথা বলে কালোশার্ট পরা (পরে নাম জানতে পারলাম সুষ্ময়) আমার বাসের একজন স্টাফকে মোটরসাইকেলে নিয়ে যায়। সেখানে নিয়ে গিয়ে তাকে আটকে রেখে আমার কাছে ২৪ হাজার টাকা দাবি করেন তিনি।’

আরো পড়ুন: রাবি ভর্তি পরীক্ষায় প্রক্সির নেতৃত্বে ছাত্রলীগের তন্ময়

তিনি বলেন, সে সময় ১০ হাজার টাকায় মিটমাট হলেও বিকেল ৫টার দিকে এসে বাস আসার সময় সমস্যা করেছে বলে ভাংচুর করার হুমকি দিয়ে আরও ১০ হাজার ২০০ টাকা নিয়ে যান। পরে বিষয়টি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুকে জানালে তিনি আমার কাছে তার নম্বর চান। আমি নম্বর ম্যাসেজ করে দিয়েছি। পরে আর কিছু জানাননি।

তবে অভিযোগ অস্বীকার করে ছাত্রলীগ নেতা সুষ্ময় বলেন, ‘অসম্ভব। ভার্সিটির সাথে আমার যোগাযোগই নাই কতদিন থেকে। ২০১৮ সালে আমি মাস্টার্স করে বের হয়েছি, তারপর থেকে আমার কোনো যোগাযোগই নেই ক্যাম্পাসের সাথে। এখানে কোথাও ভুলবোঝাবুঝি হয়েছে। এটা অন্য কেউ করতে পারে, আমি এ ব্যাপারে কিছুই জানি না। আমি ১০-১৫ দিন থেকে বাসায়। ২০ তারিখের দিকে এসেছি।’

তবে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার বেশ কয়েকটি সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে ক্যাম্পাসে এসেছিলেন তিনি। বিশ্ববিদ্যালয়ের মাদারবক্স হলের ৩১৮ নম্বর রুমে ছিলেন ২৪ জুলাই রাতে। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ‘তাদের অভিযোগের বিষয়ে আমি অবগত নই। অভিযোগ থাকলে আমাদের কাছে তথ্যপ্রমাণসহ জানালে আমরা তাদেরকে (অভিযুক্তকে) ডেকে অবশ্যই ব্যবস্থা নেব।’

শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বলেন, সে (সুষ্ময়) পড়াশোনা শেষ করে ক্যাম্পাসে অবস্থান করছে। সেদিন আমার সঙ্গে দেখা হয়নি। এ ধরণের কিছু হয়ে থাকলে আমরা ব্যবস্থা নেব। 

উল্লেখ্য, রাবির ২০২১-২২ সেশনের ভর্তি পরীক্ষা ২৫-২৭ জুলাই অনুষ্ঠিত হয়। এ বছর মোট ভর্তিচ্ছু শিক্ষার্থী ছিলেন এক লাখ ৭৮ হাজার। পরীক্ষা চলাকালে প্রক্সি দিতে আসা চারজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। প্রক্সি কাণ্ডেও ছাত্রলীগ নেতাদের জড়িত থাকার অভিযোগ উঠেছে। 

অনুমোদন পেল মেরিটাইম ইউনিভার্সিটির ১৫৮ কোটি টাকার একাডেমিক …
  • ১২ জানুয়ারি ২০২৬
‘ইরানে চলমান বিক্ষোভে নিহত পাঁচ শতাধিক’
  • ১২ জানুয়ারি ২০২৬
১৯ দিনেও সন্ধান মেলেনি মাদ্রাসাছাত্র ফারহানের
  • ১২ জানুয়ারি ২০২৬
কুমিল্লা পলিটেকনিক শিবিরের নেতৃত্বে রিফাত-আসিফ
  • ১২ জানুয়ারি ২০২৬
ডুয়েটে শহীদ ওসমান হাদির নামে প্রস্তাবিত গবেষণা ভবনের নামকরণ
  • ১২ জানুয়ারি ২০২৬
কর্মজীবী মা ও সন্তানের আবেগঘন গল্পে নাটক ‘মা মনি’
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9