সম্মান-ভালোবাসা অর্জন করে নিতে হয়: জয়

১৭ জুলাই ২০২২, ০৫:৪০ PM
জেলা ছাত্রলীগের বার্ষিক সম্মেলন

জেলা ছাত্রলীগের বার্ষিক সম্মেলন © সংগৃহীত

সংগঠনের প্রত্যেকটা নেতাকর্মীকে সাধারণ মানুষের আস্থা, ভালোবাসা ও সম্মান অর্জন করে নিতে হবে উল্লেখ করে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় বলেছেন, টাকা-পয়সা এক সময় সবারই হবে। কিন্তু সম্মান, ভালোবাসা ও নেতৃত্ব অর্জন করে নিতে হয়।   

আজ রোববার (১৭ জুলাই) দুপুরে বরগুনায় নির্মাণাধীন টাউন হল ভবনে জেলা ছাত্রলীগের বার্ষিক সম্মেলন উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।  

ছাত্রলীগ সভাপতি জয় বলেন, দেশের সকল আন্দোলন-সংগ্রামে ছাত্রলীগ মাঠে ছিল। দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন ছাত্রলীগের বহু নেতাকর্মী। কাজেই ইতিহাসের কথা স্মরণ করে নেতাকর্মীদের কাজ করে যেতে হবে। যাতে সাধারণ মানুষ ছাত্রলীগের ওপর আস্থা পায়।

বরগুনা জেলা আওয়ামী লীগের সভাপতি জুবায়ের আদনান অনিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তানভীর হোসাইনের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। 

এছাড়াও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ জাহাঙ্গীর কবির, ছাত্রলীগের কেন্দ্রীয়  সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুলতানা নাদিরা প্রমুখ উপস্থিত ছিলেন। 

প্রসঙ্গত, দীর্ঘ আট বছর পর বরগুনা জেলা ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এ সম্মেলনের মধ্য দিয়ে নতুন নেতৃত্ব পাবে জেলা ছাত্রলীগ। 

এক্সপ্রেসওয়েতে শিক্ষার্থীদের টোল লাগবে না: ডাকসু
  • ২২ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু
  • ২২ জানুয়ারি ২০২৬
কিশোরগঞ্জে জনসভায় আসার পথে অসুস্থ হয়েছেন ফজলুর রহমান
  • ২২ জানুয়ারি ২০২৬
এনএসইউতে অভিবাসী রিপোর্টিং বিষয়ে সিএমএস ও আইএলও’র গণমাধ্যম …
  • ২২ জানুয়ারি ২০২৬
নতুন পে স্কেলের বেতন ও ভাতা নিয়ে ১৫ প্রশ্ন ও উত্তর
  • ২২ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের সঙ্গে সাক্ষাতে যাওয়ার পথে জুলাই শহীদের বাবার …
  • ২২ জানুয়ারি ২০২৬