ক্ষমতার দাপটে সংসদ সদস্যরা বেপরোয়া হয়ে উঠেছে: ছাত্র ইউনিয়ন

১৪ জুলাই ২০২২, ০৫:৪০ PM
লোগো

লোগো © ফাইল ছবি

রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর বিরুদ্ধে এক কলেজ অধ্যক্ষকে মারধরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। বৃহস্পতিবার সংগঠনটির দপ্তর সম্পাদক রেজোয়ান হক মুক্ত স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিক্রিয়া জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাংসদ ওমর ফারুক চৌধুরীর বিরুদ্ধে এক কলেজ অধ্যক্ষকে প্রায় ১৫ মিনিট সময় ধরে সবার সামনে পিটিয়ে গুরুতর জখম করেছে। আহত সেলিম রেজা গোদাগাড়ীর রাজবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ। একজন শিক্ষকের প্রতি ক্ষমতাসীন দলের সংসদ সদস্যের এমন আচরণে গোটা জাতি আজকে বিস্মিত ও ক্ষুদ্ধ। 

ঘটনার আকস্মিকতায় হতবিহ্বল ও আতঙ্কিত ওই শিক্ষক এখনো ভীতসন্ত্রস্ত্র। প্রাথমিক চিকিৎসা শেষে নগরীর রায়পাড়ার বাসায় পরিবারের সঙ্গে অবস্থান করছেন। এমপির হাতে নির্দয় পিটুনির শিকার হলেও অধ্যক্ষ সেলিম রেজা লজ্জা ও আতঙ্কে কোথাও অভিযোগ করেননি। 

গত ৭ জুলাই রাতে নগরীর নিউমার্কেট সংলগ্ন এমপি ওমর ফারুক চৌধুরীর মালিকানাধীন ওমর থিম প্লাজার চেম্বারে এ ঘটনা ঘটেছে। এই ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত ও সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর বিচার দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।

এক যৌথ সংবাদ বিবৃতিতে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মো. ফয়েজউল্লাহ এবং সাধারণ সম্পাদক দীপক শীল উক্ত ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেছেন, সারাদেশে বিভিন্ন স্থানে শিক্ষকরা প্রতিনিয়ত নির্যাতন এবং হত্যার শিকার হচ্ছেন। বিজ্ঞান শিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডল ও নওগাঁর স্কুল শিক্ষিকা আমোদিনী পালকে লাঞ্ছনা, নরাইলের অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে পুলিশের উপস্থিতিতে জুতার মালা পড়ানো, সভারে হত্যার শিকার স্কুল শিক্ষক উৎপল কুমার সরকারসহ সারাদেশে অসংখ্য শিক্ষক নির্যাতনের সুষ্ঠু বিচার করা হয়নি বরং প্রতিটি ঘটনার সাথে সরকার দলীয় বিভিন্ন সংগঠনের প্রভাবশালী ব্যক্তিরা জড়িত। তাদের ক্ষমতার দাপটে এসব জঘন্যতম ঘটনাগুলোর সঠিক বিচার আমরা দেখতে পাইনি।

তারা বলেন, নিজের চেম্বারে ডেকে নিয়ে একজন সংসদ সদস্য যখন একজন সম্মানিত অধ্যক্ষকে শারীরিকভাবে লাঞ্ছিত করে তাতে মারধোর করে, তখন তার চেয়ে নিন্দনীয় কাজ আর হতে পারে না। ইতোমধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় একটি তদন্ত কমিটি গঠন করলেও সুষ্ঠু তদন্তের বিষয়ে আমরা সন্দেহ প্রকাশ করছি।

নেতৃবৃন্দ আরো বলেন, ‘জনগণের ভোট ছাড়াই নৈশ ভোটের মাধ্যমে অবৈধ উপায়ে ক্ষমতায় বসে বেপরোয়া হয়ে উঠেছেন সংসদ সদস্যরা। সংসদ সদস্য সেলিম ওসমানের নির্দেশে নারায়ণগঞ্জের শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে লাঞ্ছিত করার মত ঘটনা অতীতেও ঘটেছে অথচ কোন ঘটনারই সুষ্ঠু বিচার হয়নি। তাই এই বিচারহীনতার সংস্কৃতি থেকে জাতিকে মুক্ত করতে ও শিক্ষক সমাজের সম্মান নিশ্চিত করতে ছাত্র সমাজসহ সারাদেশের সাধারণ মানুষের ঐক্যবদ্ধ হওয়া ছাড়া সামনে কোনো পথ খোলা নেই।’

গাজার ‘বোর্ড অব পিস’ এ পুতিনকে আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প
  • ২১ জানুয়ারি ২০২৬
ক্ষমতায় গেলে ২০ হাজার কিমি খাল খনন করা হবে: তারেক রহমান
  • ২১ জানুয়ারি ২০২৬
পোস্টাল ব্যালটে ভোট গ্রহণ সফল হলে দেশের নাম ইতিহাসে লেখা হব…
  • ২১ জানুয়ারি ২০২৬
যেসব জেলায় বিএনপির কোনো বিদ্রোহী প্রার্থী নেই
  • ২১ জানুয়ারি ২০২৬
কত আসনে নির্বাচন করবে জানালো ইসলামী আন্দোলন
  • ২১ জানুয়ারি ২০২৬
ভাটারা থানা থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ৪
  • ২১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9