৫ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি
- নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
- প্রকাশ: ০৬ জুলাই ২০২২, ০৯:২১ PM , আপডেট: ০৬ জুলাই ২০২২, ০৯:২১ PM
দীর্ঘ ৫ বছর পর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) শাখা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার (৬ জুলাই) কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৩০৪ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
এর আগে ২০১৭ সালের ৭ মে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ এবং সাবেক সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নজরুল ইসলাম বাবুকে সভাপতি ও রাকিবুল হাসান রাকিবকে সাধারণ সম্পাদক করে ১২ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
আরও পড়ুন: ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের ৬ ইউনিটের নতুন কমিটি
তবে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী, বিশ্ববিদ্যালয় শাখা কমিটির মেয়াদ এক বছর। এই হিসেবে নজরুল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি মেয়াদোত্তীর্ণ ৪ বছর ২ মাস ধরে।
পূর্ণাঙ্গ কমিটির বিষয়ে সভাপতি নজরুল ইসলাম বাবু তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, পূর্ণাঙ্গ কমিটি গঠন আসলেই অনেক আনন্দের বিষয়। দীর্ঘদিন যারা রাজপথে থেকে সত্য ও ন্যায়ের জন্য কাজ করেছে, তাদেরই কমিটিতে নাম এসেছে।