টাইমস হায়ারের সাবজেক্ট র‍্যাঙ্কিংয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শীর্ষে গাকৃবি

২১ জানুয়ারি ২০২৬, ০৪:৫৩ PM
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

যুক্তরাজ্য ভিত্তিক বিশ্ববিখ্যাত শিক্ষা সাময়িকী ‘টাইমস হায়ার এডুকেশন’ (টিএইচই) এর ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সাবজেক্ট র‍্যাঙ্কিং ২০২৬ এর লাইফ সায়েন্স (জীববিজ্ঞান) ক্যাটাগরিতে দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি) প্রথম স্থান অর্জন করেছে।বুধবার (২১ জানুয়ারি) টিএইচই এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এ র‍্যাঙ্কিং প্রকাশ করা হয়।

প্রকাশিত র‍্যাঙ্কিং অনুযায়ী গাকৃবি জাতীয়ভাবে পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে শীর্ষস্থানে অবস্থান করার পাশাপাশি গুণগত গবেষণায় (রিসার্চ কোয়ালিটি) সর্বোচ্চ ৬৯.৫ স্কোর অর্জন করে দেশের সকল পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে দেশসেরা হওয়ার গৌরব অর্জন করেছে। এ র‍্যাঙ্কিংয়ে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক পর্যায়ে ৬০১-৮০০তম এর গৌরবময় অবস্থানে রয়েছে। 

এবারের এ র‍্যাঙ্কিংয়ে বিশ্বের ৯৮টি দেশের ১২১১টি বিশ্ববিদ্যালয়ের পশুচিকিৎসা বিজ্ঞান, জীববিজ্ঞান, কৃষি ও বনবিদ্যা এবং ক্রীড়া বিজ্ঞান এ চারটি প্রধান শাখায় বিশ্ববিদ্যালয়গুলোকে মূল্যায়ন করে গুণগত গবেষণা, আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি, গবেষণার পরিবেশ এবং শিক্ষার উপর ভিত্তি করে র‍্যাঙ্কিং প্রকাশ করেছে। 

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের এ অসামান্য অর্জনে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান সন্তুষ্টি প্রকাশ করে বলেন, “টিএইচই এর লাইফ সায়েন্স ক্যাটাগরিতে দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম স্থান অর্জন করায় আমি গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ মানবদিবস শ্রমিকদের আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাই। এ অর্জন আমাদের গবেষণার আন্তর্জাতিক মান ও দায়বদ্ধতার স্পষ্ট স্বীকৃতি। এ অর্জন প্রমাণ করে গাকৃবি কেবল একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, বরং কৃষি, জীববিজ্ঞান ও টেকসই উন্নয়নে বাংলাদেশের অগ্রযাত্রার নেতৃত্বদানকারী এক মানবিক কেন্দ্র। আমরা এই সাফল্যকে আত্মতুষ্টির নয়, বরং ভবিষ্যতে আরও মানসম্মত গবেষণা, উদ্ভাবন ও মানবকল্যাণে কাজ করার অনুপ্রেরণা হিসেবে গ্রহণ করছি। গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় আগামীতেও দেশ ও মানুষের জন্য বিশ্বমানের জ্ঞান সৃষ্টি করে যাবে।” 

এর আগে গাকৃবি কিউএস প্রকাশিত ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং: সাসটেইনেবিলিটি ২০২৬ এ দেশের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করে। অন্যদিকে টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) র‍্যাঙ্কিং ২০২৫ এবং ২৬ এর বিভিন্ন ক্যাটাগরিতে দেশের সকল পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যেও গাকৃবি প্রথম স্থান অর্জন করেছে। একই সাথে উরি র্যাঙ্কিং ২০২৫ এ ডেভেলপমেন্ট এন্ড অ্যাপ্লিকেশন

ক্যাটাগরিতে বিশ্বের শীর্ষ ১০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে গাকুবি ৭৭তম অবস্থানে রয়েছে যা জাতীয়ভাবে প্রথম। উল্লেখ্য, ২০২৬ এর এ সাবজেক্ট র‍্যাঙ্কিংয়ে দেশের ৯টি সরকারি ও ১টি বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থান করে নিয়েছে।

জুলাই গণঅভ্যুত্থানের শিক্ষা শুধু পরিবর্তনের নয়, সতর্কতারও: …
  • ২১ জানুয়ারি ২০২৬
ফ্ল্যাটের পর হাদির পরিবারকে নগদ ১ কোটি টাকা দিচ্ছে সরকার
  • ২১ জানুয়ারি ২০২৬
বাংলাদেশ ভারতে না খেললে বিকল্প দল নেবে আইসিসি, বোর্ডসভায় সি…
  • ২১ জানুয়ারি ২০২৬
রোজার পুরো মাসে স্কুলে ছুটি দেওয়ার নির্দেশনা চেয়ে রিট
  • ২১ জানুয়ারি ২০২৬
সরেননি জামায়াত নেতা, বিপাকে এনসিপির তুষার
  • ২১ জানুয়ারি ২০২৬
আপত্তিকর ভিডিও ধারণ, আমেরিকা প্রবাসী নারী থেকে কোটি টাকা হা…
  • ২১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9