ছাত্রলীগকে বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে এগিয়ে যেতে হবে: সাংসদ নদভী

উপজেলা ছাত্রলীগের কর্মী সম্মেলন ও ইফতার মাহফিলে
উপজেলা ছাত্রলীগের কর্মী সম্মেলন ও ইফতার মাহফিলে  © টিডিসি ফটো

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের উদ্যোগে কর্মী সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বিকেলে উপজেলা পাবলিক হলে আয়োজিত কর্মী সম্মেলন ও ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি।

এসময় তিনি বলেন, ছাত্রলীগকে বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে এগিয়ে যেতে হবে। প্রত্যেকটি ছাত্রলীগ নেতা-কর্মীদের সেই আদর্শ বুকে ধারণ করে নিজেকে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। আগামীতে ছাত্রলীগের মাধ্যমে দেশের সকল উন্নয়ন ও অগ্রগতির কথা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়ে আবারো শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। সে লক্ষে ছাত্রলীগের প্রতিটি নেতা-কর্মীদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।

লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি একেএম আসিফুর রহমান চৌধুরীর সভাপতিত্বে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এরশাদুর রহমান রিয়াদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল, থানার ওসি আতিকুর রহমান, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামিলীগ এর উপ- দপ্তর সম্পাদক ও বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিজয় কুমার বড়ুয়া,লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু, লোহাগাড়া সদর ইউপির চেয়ারম্যান মুুহাম্মদ নুরুচ্ছাফা চৌধুরী, সাংসদের একান্ত সচিব এরফানুল করিম চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ এম গনি সম্রাট। উপজেলা যুবলীগের আহবায়ক  জহির উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রিদুওয়ানুল হক সুজন, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক ও বটতলী শহর উন্নয়ন কমিটির সদস্য সচিব মুহাম্মদ মিজানুর রহমান মিজান প্রমুখ। 

এছাড়াও উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা শাহিদুল কবির সেলিম, চুনতির চেয়ারম্যান জয়নুল আবেদীন জনু, আধুনগরের চেয়ারম্যান মুহাম্মদ নাজিম উদ্দিন, পদুয়া ইউপি চেয়ারম্যান মুহাম্মদ হারুনুর রশিদ প্রকাশ আর্মি হারুন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক নুরুল হক নুনু, সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুল মন্নান, চরম্বা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আছহাব উদ্দিনসহ স্বেচ্ছাসেবকলীগ, যুবলীগ, ছাত্রলীগের সকল নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এসময় পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence