রাবি ছাত্রলীগের হল সম্মেলন কাল

১৩ মার্চ ২০২২, ০৬:১০ PM
লোগো

লোগো © ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের হল সম্মেলন আগামীকাল সোমবার (১৪ মার্চ) অনুষ্ঠিত হবে। এই সম্মেলনকে ঘিরে স্লোগান আর নানা কর্মসূচিতে মুখর ক্যাম্পাস ও আবাসিক হলগুলো। হল কমিটিতে স্থান করে নিতে নিজেদের অবস্থান শক্তপোক্ত করছে বিভিন্ন হলের নেতা-কর্মীরা।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সম্প্রতি জানানো হয়েছে, বাংলাদেশ ছাত্রলীগ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমন্বিত হল শাখার নির্বাচন আগামী ১৪ মার্চ অনুষ্ঠিত হবে।

রাবি ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া জানান, আমরা ২০২০ সালে হল সম্মেলন করতে চেয়েছিলাম। এজন্য প্রার্থীদের জীবনবৃত্তান্তও সংগ্রহ করা হয়েছিল। তবে অনিবার্য কারণে তখন সেটি সম্ভব হয়নি। এরপর করোনা মহামারীর কারণে দীর্ঘ সময় অতিবাহিত হয়ে গেছে।

এদিকে সংগঠনটির হল সম্মেলনকে ঘিরে ক্যাম্পাসে প্রতিদিনই চলছে শোডাউন, ছোট-বড় সমাবেশ ও মিছিল। পদপ্রত্যাশী ছাত্রলীগ নেতাকর্মীদের ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে ক্যাম্পাসের বিভিন্ন মোড়, হলের ফটক। নেতা-কর্মীদের আলোচনা-সভায় মুখর থাকছে দলীয় টেন্ট, আমতলা, টুকিটাকি চত্বর।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ের ১৭টি আবাসিক হলে ৩৪টি পদের বিপরীতে সভাপতি-সাধারণ সম্পাদক পদে জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন ৪১৬ জন ছাত্রলীগ কর্মী।

আরও পড়ুন: এক কমিটিতেই পাঁচ বছর রাবি ছাত্রলীগ, উদাসীন কেন্দ্র

এর মধ্যে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলে ২২ জন, মন্নুজান হলে ১৭ জন, তাপসী রাবেয়া হলে ৭ জন, রহমতুন্নেসা হলে ৮ জন, খালেদা জিয়া হলে ৯ জন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ৪২ জন, শের ই বাংলা একে ফজলুল হক হলে ৩০ জন, মতিহার হলে ২২ জন, শাহ মখদুম হলে ৩৪ জন, সৈয়দ আমীর আলী হলে ২৮ জন, লতিফ হলে ২৬ জন, জোহা হলে ২৫ জন, হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে ৪০ জন, মাদার বখশ হলে ৩১ জন, শহীদ হবিবুর রহমান হলে ৩৭ জন ও জিয়াউর রহমান হলে ২৮ জন।

২০১৫ সালে সবশেষ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৮টি হলের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। তবে এর পর আর হল সম্মেলন অনুষ্ঠিত হয়নি। ২০২০ সালের ৫ ফেব্রুয়ারি সম্মেলনের উদ্যোগ নেয়া হলেও সেটি বাস্তবায়ন করা সম্ভব হয়নি।

সৈয়দ আমীর আলী হলের সভাপতি পদপ্রত্যাশী ছাত্রলীগ নেতা আল-আমিন বলেন, সম্মেলন উপলক্ষ্যে সবধরনের প্রস্তুতি চলছে। আসন্ন সম্মলনে ছাত্রদের অধিকার ও দাবি-দাওয়া তুলে ধরবে এবং দীর্ঘদিন যাবৎ ছাত্রলীগের রাজনীতিতে জড়িত এমন যোগ্য নেতৃত্ব উঠে আসবে বলে প্রত্যাশা করি।

হল সম্মেলনের সার্বিক বিষয়ে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বলেন, হল সম্মেলনকে ঘিরে সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে বর্ধিত সভা সম্পন্ন করা হয়েছে। ১৭টি আবাসিক হলের মধ্যে ৯টিতে কর্মী সভা করা হয়েছে। বাকি হলগুলোতেও কর্মী সভা আয়োজন করা হবে।

হল সম্মেলনের সর্বশেষ প্রস্তুতির বিষয়ে জানতে চাইলে শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া জানান, আমরা ইতোমধ্যে হল সম্মেলনকে ঘিরে সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। যেটুকু বাকি রয়েছে, তা নির্ধারিত সময়ের আগেই শেষ হবে বলে আশা করছি।

হল কমিটিতে পদ বন্টনের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতার অবলম্বন করার কথা জানিয়ে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু জানান, যাদের দীর্ঘদিন ধরে ছাত্রলীগের সঙ্গে কাজ করেছে, ক্যাম্পাসে যাদের গ্রহণযোগ্যতা রয়েছে এবং পারিবারিকভাবে আওয়ামী লীগে সাথে সংশ্লিষ্টতা রয়েছে তাদেরকেই কমিটির পদে রাখা হবে৷ এবিষয়ে শেষ পর্যন্ত আমরা পর্যালোচনা করব বলে জানান এই ছাত্রনেতা।

উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমন্বিত হল সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য ও রাসিক মেয়ক এএইচএম খায়রুজ্জামান লিটন।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল-নহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য উপস্থিত থাকবেন। সম্মেলন শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গেয়ে বিশ্ববিদ্যালয়ের সাবাস বাংলাদেশ মাঠ মাতাবেন বিখ্যাত কন্ঠশিল্পী আঁখি আলমগীর ও ইমরান মাহমুদ।

ভাইরাল হওয়া ভুয়া ছবির ভিত্তিতে ছাত্রদল নেতা গ্রেফতার, অত:পর…
  • ১৪ জানুয়ারি ২০২৬
হাদি, সৌম্যদের হত্যার বিচার হতেই হবে: বিএনপি মহাসচিব
  • ১৪ জানুয়ারি ২০২৬
জামায়াত জোটের সংবাদ সম্মেলনে থাকছে না ইসলামী আন্দোলন: যুগ্…
  • ১৪ জানুয়ারি ২০২৬
লাইনে দুর্ঘটনা, রাজধানীর কয়েকটি এলাকায় গ‍্যাস বন্ধ
  • ১৪ জানুয়ারি ২০২৬
১১ দলের চূড়ান্ত প্রার্থী ঘোষণা বুধবার বিকাল সাড়ে ৪ টায়
  • ১৪ জানুয়ারি ২০২৬
তিন শর্ত মেনে অঙ্গীকারনামা দিতে হবে প্রার্থীদের, প্রত্যাখ্য…
  • ১৪ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9