ঢাকা বিশ্ববিদ্যালয়

ছাত্রলীগের হল কমিটি দিতে জয়-লেখককে আল্টিমেটাম

১৩ জানুয়ারি ২০২২, ১১:১৪ AM
ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার হল কমিটি

ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার হল কমিটি © টিডিসি ফটো

চলতি জানুয়ারি মাসের মধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রলীগের হল কমিটি না দিলে ধর্মঘট করে কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যকে অবাঞ্ছিত ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন বিভিন্ন হলের পদপ্রার্থীরা।

হল কমিটি নিয়ে শীর্ষ দুই নেতার গড়িমসির প্রতিবাদ জানিয়ে  গতকাল বুধবার রাত ১২টার দিকে রাজধানীর ইস্কাটন গার্ডনস্থ লেখক ভট্টাচার্য‌ের বাসার সামনে গিয়ে বিক্ষোভ দেখান বিভিন্ন হলের পদপ্রার্থীরা। পরে জয়-লেখক তাদেরকে নিয়ে টিএসসিতে এসে কথা বলে সমাধানের আশ্বাস দেন।

আরও পড়ুন: পরীক্ষায় নকল করার অভিনব পদ্ধতি শেকৃবি ছাত্রলীগ নেতার

জানা গেছে, দুই ঘণ্টারও বেশি সময় টিএসসিতে ছাত্রলীগের এই দুই নেতার সঙ্গে বাক-বিতণ্ডা শেষে চলতি জানুয়ারির মধ্যেই হল কমিটি ঘোষণার আল্টিমেটাম দেন পদপ্রার্থীরা।

প্রয়োজনে সম্মেলন ছাড়াই কমিটি ঘোষণার প্রস্তাব করেন তারা। অন্যথায় ধর্মঘট করে সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে বলে হুঁশিয়ার দেন পদপ্রার্থীরা।

আরও পড়ুন: হামলার প্রতিবাদে সন্ধ্যায় কাওয়ালি আসর বসবে টিএসসিতে

এদিকে, আজ বৃহস্পতিবার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে ছাত্রলীগের প্রচারণা কর্মসূচি থাকায় পরের দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ শীর্ষ চার নেতা বসে সিদ্ধান্ত নেবেন বলে আশ্বাস দেন কেন্দ্রীয় নেতারা।

এ বিষয়ে সলিমুল্লাহ মুসলিম হলের এক পদপ্রার্থী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮টি আবাসিক হল শাখা ছাত্রলীগের কমিটি হচ্ছে না পাঁচ বছর ধরে। দুই দফায় কমিটি গঠনের জন্য হল সম্মেলনের তারিখ ঠিক করা হলেও শেষ পর্যন্ত তা পরিণতি পায়নি। ডিসেম্বরে হল সম্মেলনের ঘোষণা দিয়ে শীর্ষ দুই নেতার সদিচ্ছার অভাবে তা হয়নি।

আরও পড়ুন: ৭৪ শতাংশেরও বেশি আসন ফাঁকা শাবিপ্রবিতে

“ক্যান্ডিডেটরা তাদের পেছনে দীর্ঘদিন ধরে প্রটোকল দিতে দিতে এখন হতাশ। নিরুপায় হয়ে আজ লেখক ভট্টাচার্যের বাসার নিচে গিয়ে সব হলের ক্যান্ডডেট অবস্থা নিয়েছে। পরে আমাদেরকে টিএসসিতে আসার কথা বলে কেন্দ্রীয় দুই নেতা। টিএসসিতে এসেও তারা আমাদের কোনো সমাধানের কথা জানাতে পারেনি। একপর্যায় পরশু দিন শীর্ষ চার নেতা বসে সমাধান দেওয়ার আশ্বাস দিয়ে জয়-লেখক  চলে যান।”

কবি জসীম উদ্দিন হলের আরেক পদপ্রার্থী বলেন, প্রটোকল ও পদ হারানোর ভয় শীর্ষ দুই নেতা ঢাবির হল কমিটি দিচ্ছে না। বার বার আশ্বাস দিয়ে পিছিয়ে যাচ্ছে।  ছাত্রলীগ করে আমরা আজ হতাশ। শীর্ষ দুই নেতার স্বেচ্ছাচারীতায় আমাদের ক্যারিয়ার শেষ।

“আর কোনো তামাশা আমরা মানব না। জানুয়ারির মধ্য হল কমিটি না দিলে আমরা ধর্মঘটে যাব, তাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করবো।”

আরও পড়ুন: ভূতের ভয়ে ছাত্রী হোস্টেলে মিলাদ

এদিকে, হল কমিটি নিয়ে জয়-লেখকের অসহযোগিতায় বেশ কয়েক মাস ধরে হতাশাজনক লেখা দিয়ে ফেসবুক স্ট্যাটাস দিচ্ছেন ঢাবি ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস। সর্বশেষ ফেসবুকের একটি স্ট্যাটাসের কমেন্টে সনজিত লেখেন, এ মাসে হল কমিটি না দিলে তিনি নিজেও আন্দোলনে নামবেন।

এ বিষয়ে ঢাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সহযোগিতা ছাড়া হল কমিটি দেওয়া সম্ভব হচ্ছে না। তারা আমাদেরকে বলেছে, এ মাসেই হল কমিটি দেওয়া হবে।

এ বিষয়ে জানতে সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যকে একাধিকবার ফোন করলেও তারা ফোন রিসিভ করেন নি।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক কেন্দ্রীয় এক সহ-সভাপতি বলেন, জয়-লেখক চাচ্ছেনা বলেই হল কমিটি হতে দীর্ঘসূত্রিতা। এ নিয়ে পদপ্রত্যাশীদের মধ্যে এক ধরনের হতাশা কাজ করছে। সর্বশেষ গতরাতে সাধারণ সম্পাদকের বাসায় গিয়েছিল তারা। পরবর্তীতে টিএসসিতে এসে কেন্দ্রীয় দুই নেতা তাদের সঙ্গে কথা বলে দ্রুত কমিটি দেওয়ার আশ্বাস দেন।

বিয়ের এক বছরের মাথায় ভাঙনের মুখে তাহসানের দ্বিতীয় সংসারও
  • ১১ জানুয়ারি ২০২৬
নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণ, ৮ শ্রমিক দগ্ধ
  • ১১ জানুয়ারি ২০২৬
৩৯ বছর পর ম্যানসিটির ১০ গোলের তাণ্ডব, লন্ডভন্ড এক্সটার সিটি
  • ১১ জানুয়ারি ২০২৬
বল বাসার চালে পড়ায় গরম পানি নিক্ষেপ; দগ্ধ হয়ে বার্ন ইউনিটে …
  • ১১ জানুয়ারি ২০২৬
সুখটান দেওয়া বিড়ির মধ্যেও দাঁড়িপাল্লার দাওয়াত: বিতর্কিত …
  • ১১ জানুয়ারি ২০২৬
নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্নে ‘আরেকবার চেষ্টা করে দেখার…
  • ১১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9