ব্যানারের সামনে দাঁড়ানো নিয়ে ছাত্রলীগ নেত্রীদের ধস্তাধস্তি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২১, ০৬:১০ PM , আপডেট: ০৯ ডিসেম্বর ২০২১, ০৬:১০ PM
সমাবেশের ব্যানারের সামনে দাঁড়ানো নিয়ে ছাত্রলীগ নেত্রীদের মাঝে ধাক্কাধাক্কি, ধস্তাধস্তি ও টানাটানির ঘটনা ঘটেছে। পরে ব্যানার ছাড়াই ওই সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) বিএনপি নেতা আলালের বক্তব্যের প্রতিবাদ ও বিভিন্ন সময় নিহত ছাত্রলীগ নেতা হত্যার বিচার দাবিতে আয়োজিত সমাবেশে এ চিত্র দেখা যায়।
জানা গেছে, এদিন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের বাসভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলের সামনে দাঁড়ানো নিয়ে ছাত্রলীগের নেত্রীরা ধস্তাধস্তি শুরু করেন। মিছিল শেষে সমাবেশ শুরুর আগেও একই ঘটনা দেখো যায়। পরে ছাত্রলীগ সভাপতির নির্দেশে ব্যানার ছাড়াই সমাবেশ অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: জাবিতে বিএনপি নেতা আলালের কুশপুতুল দাহ
এ প্রসঙ্গে কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি তিলোত্তমা শিকদার গণমাধ্যমকে বলেন, আজকের কর্মসূচিতে অনেকে মেয়ে অংশগ্রহণ করেছিলেন। সে তুলনায় ব্যানার ছোট ছিল। সবাই ব্যানারের সামনে দাঁড়াতে চায়। সেজন্য এমন ঘটনা ঘটেছে।
আরও পড়ুন: সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস গড়তে কাজ করছে ছাত্রলীগ
ছাত্রলীগের আরেক নেত্রী ফরিদা পারভীন বলেন, বর্তমানে ছাত্রলীগের রাজনীতিতে নারীদের অংশগ্রহণ অনেক বেশি বেড়ে গেছে। ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতেও নারী নেত্রীর সংখ্যা বেশি। এর বাইরেও অনেকে ব্যানারের সামনে দাঁড়াতে চায়। সেজন্য এই ঘটনা ঘটেছে।