হাফপাস শিক্ষার্থীদের অধিকার: সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট

সমাজাতান্ত্রিক ছাত্রফ্রন্ট
সমাজাতান্ত্রিক ছাত্রফ্রন্ট   © লোগো

গণপরিবহনে হাফপাসের জন্য শিক্ষার্থীদের দাবিকে তাদের অধিকার আখ্যায়িত করে সমর্থন দিয়েছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) দ্যা ডেইলি ক্যাম্পাস’র সাথে আলাপকালে এমনটি নিশ্চিত করেন সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা সভাপতি সালমান সিদ্দীকি।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ঢাবি শাখার এ নেতা বলেন, শিক্ষার্থীরা হাফপাসের জন্য আন্দোলন করছে। তার মানে এ নয় যে, তারা কোনো অবৈধ দাবি নিয়ে মাঠে নেমেছে। হাফপাস শিক্ষার্থীদের অধিকার এবং এটি সমাজস্বীকৃতও দাবি। 

গণপরিবহনে শিক্ষার্থীদের হাফভাড়া দাবির এ আন্দোলনে সরাসরি অংশগ্রহণের বিষয়টিও নিশ্চিত করেন ছাত্র ফ্রন্ট নেতা সালমান সিদ্দীকি।

তিনি বলেন, ঢাকা কলেজ ছাড়াও ঢাকা শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা হাফভাড়ার দাবিতে রাস্তায় নেমে গেছে। চট্টগ্রামেও এ দাবিতে আন্দোলন চলছে। ​আমরা শিক্ষার্থীদের এ আন্দোলনকে যৌক্তিক মনে করছি এবং আমরা এ আন্দোলনের সাথে আছি। আমরা এ আন্দোলন গড়ে তোলারও চেষ্টা করছি।


সর্বশেষ সংবাদ