ছাত্রদল নেতা মিন্টুর মুক্তি দাবিতে রাজধানীতে বিক্ষোভ

ছাত্রদল নেতা মিন্টুর মুক্তি দাবিতে রাজধানীতে বিক্ষোভ
ছাত্রদল নেতা মিন্টুর মুক্তি দাবিতে রাজধানীতে বিক্ষোভ  © টিডিসি ফটো

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টুর মুক্তি দাবিতে বিক্ষোভ করেছে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল।

আজ শনিবার (২৩ অক্টোবর) দুপুরে রাজধানীর কল্যানপুর ইবনে সিনা হাসপাতালের সামনে থেকে এ কর্মসূচি শুরু হয়। পরে শ্যামলীতে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যদিয়ে এ কর্মসূচি শেষ হয়েছে।

এসময় বিক্ষোভ কর্মসূচিতে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সদস্য সচিব আশরাফুল হোসেন মামুনের নেতৃত্ব উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক আমিনুর রহমান শান্ত, দেওয়ান সাঈদুল ইসলাম পলাশ, আকরাম আহমেদ, তরিকুল ইসলাম রানা, যুগ্ম আহ্বায়ক আতিক চৌধুরী হাবিব, সদস্য কামরুল ইসলাম বাদশাহ, সাইফুল ইসলাম সজীব, শহীদুল ইসলাম, মনির হোসেন শাওনসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

বিক্ষোভ শেষে সংগঠনটির নেতারা বলেন, সরকার অবৈধ ক্ষমতাকে দীর্ঘয়িত করার জন্যই আকরামুল হাসান মিন্টুকে আদালত কর্তৃক আটক করা হয়েছে। এটা বিরোধী দলের নেতাকর্মীদের দমনপীড়নেরই একটি অংশ। অবিলম্বে আকরামুল হাসান মিন্টুসহ সকল রাজনৈতিক রাজবন্দীদের মুক্তির দাবি জানান তারা।


সর্বশেষ সংবাদ