গৌরীপুর কলেজের শতবর্ষী গাছ কাটার সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন

০৭ জুন ২০২১, ০৭:১৫ PM
কলেজের সাবেক শিক্ষার্থীদের মানববন্ধন

কলেজের সাবেক শিক্ষার্থীদের মানববন্ধন © ফাইল ফটো

ময়মনসিংহের গৌরীপুর সরকারি কলেজ ক্যাম্পাসের সৌন্দর্য্যবর্ধিত শতবছরের পুরোনো কৃষ্ণচূড়া গাছ কাটার পায়তারার প্রতিবাদে ফেসবুকভিত্তিক সংগঠন ‘ছবির হাট গৌরীপুর’ এবং ওই কলেজের সাবেক শিক্ষার্থীরা মানববন্ধন করেছে।

সোমবার (৭ জুন) সকালে গৌরীপুর সরকারি কলেজ ক্যাম্পাসে অধ্যক্ষের কার্যালয়ের সামনে কৃষ্ণচূড়া চত্বরে এ মানববন্ধন করা হয়।

মানববন্ধনে অংশ নেয়া আন্দোলনকারীরা জানান, করোনার কারণে সারাদেশের মতো গৌরীপুর সরকারি কলেজ বন্ধ, সেইসাথে ওই কলেজ ছাত্র সংসদের কার্যক্রম দীর্ঘদিন যাবত অচল। এই সুযোগে কলেজ ক্যাস্পাসকে রঙিন করে তোলা আর পর্যটকদের আকর্ষণ বাড়িয়ে তোলা কৃষ্ণচূড়া গাছসহ ৬টি গাছ কেটে ফেলার অযৌক্তিক সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। কিছুদিন আগে এই করেজের জমিদার আমলে নির্মিত ক্যাম্পাসের মুল ভবনটি ভাঙার চেষ্টা করা হলে এলাকাবাসীর আন্দোলনের মুখে কর্তৃপক্ষ পিছু হঠতে বাধ্য হয়। এবার নতুন করে গাছ কর্তনের চেষ্টা চলছে।

ছবির হাটের এডমিন ও কলেজ ছাত্রলীগের সাবেক আহ্বায়ক আবু কাউছার চৌধুরী রন্টি বলেন, ‘অধ্যক্ষের কক্ষের ছাদে যে কয়েকটি ডালপালা রয়েছে তা কর্তন করা যেতে পারে। তার জন্য পুরো গাছ কাটা কোনভাবে উচিত নয়।’

গৌরীপুর হেল্প লাইনের এডমিন শফিকুল ইসলাম অপু বলেন, মরা গাছের নামে জীবন্ত গাছ কর্তন-প্রকৃতিকে ধ্বংসের সামীল।

এদিকে গৌরীপুর সরকারি কলেজ ক্যাম্পাসে গাছকাটার খবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে প্রতিবাদে সোমবার বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসে জমায়েত হন।

শিক্ষার্থীদের দাবি, ৬টি গাছও সঠিক মূল্যে বিক্রি হয়নি। গাছ কাটার কর্তনের আদেশ বাতিল করে পুনঃনিলামের মাধ্যমে মৃত গাছগুলো বিক্রি করা হোক।

অপরদিকে গৌরীপুর সরকারি কলেজের অধ্যক্ষ মিল্টন ভট্টাচার্য্য এ ব্যাপারে বলেন, ‘কলেজ শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে গাছকাটার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ৬টি গাছ ৭৩ হাজার টাকায় নিলামে বিক্রি করা হয়েছে। নিলাম প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে।’

তিনি আরো বলেন, ‘গাছের নিচে পিচ্ছিল হওয়ায় কয়েকজন আহতও হয়েছেন। শিক্ষার্থীদের আন্দোলন ও পরিবেশবাদী সংগঠনের দাবি প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি সবার সঙ্গে কথা বলে আমরা বিবেচনা করবো।

গননা শেষ না হওয়া পর্যন্ত ভোট কেন্দ্র পাহাড়া দিতে নেতাকর্মীদ…
  • ২৬ জানুয়ারি ২০২৬
যুবলীগের চার নেতা গ্রেপ্তার
  • ২৬ জানুয়ারি ২০২৬
মহিলাদের প্রচারে বাঁধা, সংঘর্ষে জামায়াতের ৬ কর্মী আহত
  • ২৬ জানুয়ারি ২০২৬
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নির্বাহী কমিটির সদস্য বহ…
  • ২৬ জানুয়ারি ২০২৬
গবেষণার পাশাপাশি কারুকার্যেও সৃজনশীলতার ছাপ রেখে চলেছে শিক্…
  • ২৫ জানুয়ারি ২০২৬
জামায়াত নেতার বক্তব্যের প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও ঢাবি প…
  • ২৫ জানুয়ারি ২০২৬