গুচ্ছ ভর্তি পরীক্ষা

‘সিলেকশন’ পদ্ধতি বাতিল দাবি নুরের, চান বিভাগ পরিবর্তনের ইউনিট

নুরুল হক নুর
নুরুল হক নুর  © ফাইল ফটো

গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় ‘সিলেকশন’ পদ্ধতি বাতিলের দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর। একইসঙ্গে তিনি মানবিক ইউনিটের সাথে বাংলা, ইংরেজি ও আইসিটি পরীক্ষা দিয়ে বিভাগ পরিবর্তনের আলাদা ইউনিট দাবি করেছেন। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় এ দাবি জানান তিনি। 

নুর বলেন, দেশে প্রথমবারের মতো গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা আয়োজিত হতে যাচ্ছে। তবে এটা খুব দুঃখজনক যে বিপুল সংখ্যক শিক্ষার্থীকে ভর্তি পরীক্ষায় বসার সুযোগ দেয়া হবে না। এটা শিক্ষার্থীদের সাথে চরম অন্যায় করা হচ্ছে। জিপিএ-৫ কখনোই শিক্ষার্থীদের পরিমাপের মাপকাঠি হতে পারে না।

তিনি বলেন, অনেক শিক্ষার্থী রয়েছেন যারা এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাননি। তবে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের নামকরা বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ালেখা করছেন। জিপিএ-৫ পেলেই যে শিক্ষার্থীরা মেধাবী সেটি ঠিক হয়। দেখা গেছে অনেক জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর ন্যূনতম জ্ঞান নেই।

গুচ্ছতে বিভাগ পরিবর্তন ইউনিট বহাল রাখা উচিত জানিয়ে নুর আরও বলেন, ভর্তিচ্ছু শিক্ষার্থীরা অনেকদিন ধরে বিভাগ পরিবর্তন ইউনিটের দাবিতে আন্দোলন করছে। আমি মনে করি এবারের ভর্তি পরীক্ষায় বিভাগ পরিবর্তনের জন্য আলাদা ইউনিট রাখা উচিত। কেননা শিক্ষার্থীরা নিজেদের সেভাবেই প্রস্তুত করেছে। বিষয়টি বাদ দিতে হলে অন্তত এক বছর আগে বাদ দেয়া দরকার ছিল।


সর্বশেষ সংবাদ