পথ্য নিয়ে ডেঙ্গু রোগীদের পাশে ঢাবি ছাত্রলীগ সভাপতি
- মোতাহার হোসেন, ঢাবি প্রতিনিধি
- প্রকাশ: ০৪ আগস্ট ২০১৯, ১০:৫০ AM , আপডেট: ০৪ আগস্ট ২০১৯, ১১:০২ AM
রাজধানী ঢাকায় ডেঙ্গু শুরুর সময় থেকেই সাধারণ শিক্ষার্থীদের সচেতনতায় অবদান রেখেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। ডেঙ্গু রোগীদের পাশে থেকে নানাভাবে সেবা শুশ্রুষা দিয়ে সংগঠনের নেতাকর্মীরা। এরই ধারাবাহিকতায়, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেলে ডেঙ্গু আক্রান্ত শিক্ষার্থীদের মাঝে পথ্য হিসাবে ডাব ও স্যালাইন বিতরণ করেছেন।
শনিবার শনিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল ও ঢাকা মেডিকেল কলেজে রোগীদের মাঝে এ পথ্য বিতরণ করেন তিনি। পথ্য বিতরণ করার সময় বিশ্ববিদ্যালয় সভাপতি সনজিত চন্দ্র দাসের অনুসারীরাও উপস্থিত ছিলেন।
জানা যায়, রাজধানী ঢাকায় ডেঙ্গু মহামারী আকার ধারণ করায় বাদ যায়নি ঢাকা বিশ্ববিদ্যালয়ও। যার ফলশ্রুতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী ডেঙ্গু রোগে আক্রান্ত। তাদের খোঁজ খবর নিতে সন্ধ্যার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি গাড়ি ভর্তি ডাব ও স্যালাইনে নিয়ে ছুটে যান ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেলে ডেঙ্গু রোগীদের দেখতে।
তিনি বিশ্ববিদ্যালয় মেডিকেলে গিয়ে ডেঙ্গু আক্রান্ত শিক্ষার্থীদের সাথে চিকিৎসার ব্যাপারে কথা বলেন, কোন সমস্যা আছে কিনা জানতে চান এবং কোন ভয় না পাওয়ার ব্যাপারে তাদের আশ্বস্ত করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল থেকে ডেঙ্গু শিক্ষার্থীদের দেখে পরে রওনা দেন ঢাকা মেডিকেল কলেজে। সেখানেও তিনি রোগীদের ডাব স্যালাইন বিতরণ করেন।
হাসপাতালে ভর্তি লালিব দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, সনজিত দাদা আমাদের দেখতে এসেছিলেন। তিনি আমাদের ডাব ও স্যালাইন দিয়েছেন, চিকিৎসার ব্যাপারে খোঁজ নিয়েছেন এবং আমাদের ভয় না পাওয়ার ব্যাপারে আশ্বস্ত করেছেন।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমার ভাই বোন। তাদের দেখার দায়িত্ব আমার। ডেঙ্গু মহামারী রূপ ধারণ করেছে। তাই তাদের খোঁজ-খবর নিতে আমি মেডিকেলে যাই। তারা ঠিকমতো সেবা পাচ্ছে কিনা সেটুকু জানার জন্যই মূলত আমার যাওয়া। তাদের পাশে আমরা আছি। তারা যেন ভয় না পায় সেজন্যই আমি গিয়েছিলাম।’