কুবিতে শহীদ ওসমান হাদির নামে হলের নামকরণের দাবি 

১৯ ডিসেম্বর ২০২৫, ০৩:১৩ PM , আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৫, ০৩:২৩ PM
মোজাম্মেল হোসাইন আবির ও কুবি

মোজাম্মেল হোসাইন আবির ও কুবি © টিডিসি সম্পাদিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নতুন ক্যাম্পাসে শহীদ ওসমান হাদির নামে হল করার দাবি জানিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সেক্রেটারি মোজাম্মেল হোসাইন আবির। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর)  রাত সাড়ে এগারোটায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে ডাকা বিক্ষোভ মিছিলে তিনি এ দাবি জানান। 

মোজাম্মেল হোসাইন আবির বলেন,  কুমিল্লা বিশ্ববিদ্যালয় সেই ক্যাম্পাস, যেই ক্যাম্পাসে জুলাই আন্দোলন যখন চারিদিকে স্তিমিত হয়ে গিয়েছিল, আগুনের দাবানলের মতো স্ফুলিঙ্গ ছড়িয়ে দিয়েছিল এ ক্যাম্পাস। এ ক্যাম্পাস থেকে ঘোষণা করতে চাই নতুন ক্যাম্পাসে শহীদ শরীফ ওসমান হাদির নামে একটা হল দিতে হবে। এটি আমাদের সকলের প্রাণের দাবী। এ দাবি অবশ্যই মেনে নিতে হবে প্রশাসনকে।

শিবির সেক্রেটারি বলেন, যখন কোন ঘটনা হয় আমরা সবাই রাজপথে নামি, মিছিল করি। সেই মিছিল পর্যন্তই আমাদের প্রতিবাদ সীমাবদ্ধ থাকে। কিন্তু আমরা লক্ষ্য করেছি আজকের গণ-অভ্যুত্থানের দেড় বছর পার হয়ে যাওয়ার পরও দেখি কার্যত দৃশ্যমান কোন বিচার আমরা পাইনি। আমরা এটাও লক্ষ্য করেছি কুমিল্লা যেসব দোসরেরা, ছাত্রলীগের সন্ত্রাসীরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের চিহ্নিত করে দেখিয়ে দিয়েছিলো, শিক্ষক নামের যেসব কুলাঙ্গাররা পুলিশকে লেলিয়ে দিয়ে আমাদের উপর হামলা করেছিল। দীর্ঘ ১৬ মাস পার হয়ে যাওয়ার পরও এই প্রশাসন তাদের কিছুই করতে পারেনি। বরং সুযোগ সুবিধা দিয়ে, তাদেরকে লাই দিয়েছে। আমরা দেখেছি ক্যাম্পাসে লীগের যেই দোসররা বুক ফুলিয়ে চলাফেরা করে, এরকম হওয়ার কথা ছিল না। বরঞ্চ জুলাই অভ্যুত্থানের পরপরই এসব সন্ত্রাসীদের বিচার হওয়ার কথা ছিল।

তিনি আরো বলেন, এ ক্যাম্পাস থেকে ঘোষণা করতে চাই, আগামীকাল থেকে কোন সুশীলতা চলবে না। ক্যাম্পাসে যেসব লীগ রয়েছে, প্রত্যেককে শাস্তির আওতায় আনতে হবে। প্রশাসন যদি তাদেরকে শাস্তি দিতে ব্যর্থ হয়, প্রশাসন যদি পদক্ষেপ নিতে ব্যর্থ হয় আইনকে আমরা নিজের হাতে তুলে নিবো। আমরা তাদেরকে প্রতিহত করবো। সেই সাথে সুশীলদের বলতে চাই, কালকের পর থেকে যেসব লীগের সন্ত্রাসীরা বুক ফুলিয়ে ঢুকতে চাইবে, সাবধান হয়ে যান। আমরা যখন নেমে আসবো, আমরা যখন প্রতিরোধ গড়ে তুলবো, তখন কোন আব্বা আপনাদের বাঁচাতে পারবে না। আমরা এখান থেকে বলতে চাই, যে দৃশ্যমান বিচার আপনারা করতে পারেন নাই, কুবি প্রশাসন আপনাদের বলতে চাই অতিসত্বর ক্যাম্পাস খোলার আগেই যদি কোন দৃশ্যমান বিচার করতে না পারেন তাহলে আপনাদের বিরুদ্ধে আন্দোলনে নামতে আমরা বাধ্য হব।

বিয়ের এক বছরের মাথায় ভাঙনের মুখে তাহসানের দ্বিতীয় সংসারও
  • ১১ জানুয়ারি ২০২৬
নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণ, ৮ শ্রমিক দগ্ধ
  • ১১ জানুয়ারি ২০২৬
৩৯ বছর পর ম্যানসিটির ১০ গোলের তাণ্ডব, লন্ডভন্ড এক্সটার সিটি
  • ১১ জানুয়ারি ২০২৬
বল বাসার চালে পড়ায় গরম পানি নিক্ষেপ; দগ্ধ হয়ে বার্ন ইউনিটে …
  • ১১ জানুয়ারি ২০২৬
সুখটান দেওয়া বিড়ির মধ্যেও দাঁড়িপাল্লার দাওয়াত: বিতর্কিত …
  • ১১ জানুয়ারি ২০২৬
নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্নে ‘আরেকবার চেষ্টা করে দেখার…
  • ১১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9