আপনার সুস্থতায় সাহস পায় বাংলাদেশ: নাছির

খালেদা জিয়া ও নাছির উদ্দীন নাছির
খালেদা জিয়া ও নাছির উদ্দীন নাছির  © টিডিসি সম্পাদিত

বেগম খালেদা জিয়ার সুস্থতা কমনা করে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সেক্রেটারি নাছির উদ্দীন নাছির। শুক্রবার (২৮ নভেম্বর) রাতে ফেসবুকে দেওয়া সেই স্ট্যাটাসে তিনি বলেন, খালেদা জিয়ার সুস্থতাই বাংলাদেশের মানুষের শক্তি ও সাহসের উৎস।

পোস্টে নাসির লেখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অবিসংবাদিত অভিভাবক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার খবরের জন্য উন্মুখ পুরো দেশ। আমাদের আবেগ-অনুভূতি,আমাদের প্রার্থনা আর উৎকণ্ঠিত অপেক্ষা আপনাকে ঘিরে আবর্তিত। 

তিনি আরও লেখেন, আপনি কখনো দেশ ও দেশের মানুষকে ছেড়ে যাননি। এ দুঃসময়ে আপনাকে আরও বড্ড বেশি প্রয়োজন। আমাদের সমগ্র হৃদয়জুড়ে একটাই উচ্চারণ, সেরে উঠুক গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!