ভূমিকম্পে সারাদেশে হতাহতের ঘটনায় ছাত্রশিবিরের শোক 

২১ নভেম্বর ২০২৫, ১১:১১ PM
ছাত্রশিবিরের লোগো

ছাত্রশিবিরের লোগো © টিডিসি সম্পাদিত

ভয়াবহ ভূমিকম্পে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। আজ শুক্রবার (২১ নভেম্বর) এক যৌথ বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম এ শোক প্রকাশ করেন।

বিবৃতিতে বলেন, ‘২১ নভেম্বর সকাল ১০টা ৩৮ মিনিটের সময় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই ভূমিকম্পে রাজধানীর বংশালের কসাইটুলীতে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থী রাফিউল ইসলাম রাফিসহ ঢাকা, নরসিংদী ও নারায়ণগঞ্জে কমপক্ষে দশ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ দেশের বিভিন্ন এলাকায় প্রায় সাড়ে ৪ শতাধিক মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে। আমরা এই মর্মান্তিক হতাহতের ঘটনায় গভীরভাবে শোকাহত।’

নেতৃবৃন্দ বলেন, ‘ঘনবসতি, সংকীর্ণ রাস্তা, অনিয়ন্ত্রিত নগরায়ন, মাটির নরম স্তর এবং বিপুলসংখ্যক অননুমোদিত ও দুর্বল ভবন—সকল বিবেচনায় ঢাকা বিশ্বের সবচেয়ে ভূমিকম্প-ঝুঁকিপূর্ণ নগরীগুলোর একটি। দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশের প্রতিটি সরকারই সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় ধারাবাহিকভাবে সীমাহীন উদাসীনতার পরিচয় দিয়ে আসছে। আজকের মধ্যম মাত্রার কম্পনেও যে আতঙ্ক ও ক্ষয়ক্ষতির দৃশ্য দেখা গেছে—তা আসন্ন বিপদের সতর্ক সংকেত। এমতাবস্থায় অবিলম্বে ঢাকার ঝুঁকিপূর্ণ ভবনগুলোর হালনাগাদ তালিকা তৈরি করে দ্রুত ব্যবস্থা গ্রহণ, বিল্ডিং কোড মেনে বহুতল ভবন নির্মাণ হচ্ছে কি না, তা কঠোরভাবে তদারকি করা এবং বিশেষজ্ঞদের দ্বারা পরীক্ষানিরীক্ষা করে পরিকল্পিত নগরায়ন নিশ্চিত করা জরুরি। এছাড়াও উদ্ধার ও জরুরি সাড়া প্রদানের সক্ষমতা বৃদ্ধি, জনসচেতনতা, প্রয়োজনীয় প্রশিক্ষণসহ জাতীয় ভূমিকম্প-প্রস্তুতি পরিকল্পনা কার্যকরভাবে বাস্তবায়ন করতে হবে।’

নেতৃবৃন্দ আরও বলেন, ‘আমরা নিহতদের রূহের মাগফিরাত কামনা করছি এবং আহত ও নিহতদের পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। এছাড়া আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত এবং নিহত ও আহতদের ক্ষতিপূরণ প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।’

উদ্ভাবন ও প্রভাবের যাত্রায় আবারও বিইউপি প্রাঙ্গণে হাল্ট প্র…
  • ১৭ জানুয়ারি ২০২৬
নুরের আসনে বিদ্রোহী প্রার্থী, আরও কঠোর সিদ্ধান্ত নিল বিএনপি
  • ১৭ জানুয়ারি ২০২৬
চাঁপাইনবাবগঞ্জে ৩ কোটি টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার
  • ১৭ জানুয়ারি ২০২৬
জামায়াতের জরুরি বৈঠকে যে সিদ্ধান্ত নেওয়া হলো
  • ১৭ জানুয়ারি ২০২৬
মেয়েকে নিয়ে মায়ের খালে ঝাঁপ, মায়ের বিরুদ্ধে দাদির মামলা
  • ১৭ জানুয়ারি ২০২৬
মধ্যপ্রাচ্যে এয়ারক্রাফট ক্যারিয়ার পাঠিয়েছে যুক্তরাষ্ট্র
  • ১৭ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9