নারী শিক্ষার্থীদের পোশাক নিয়ে কটূক্তির প্রতিবাদ ইবি ছাত্রদল ও ছাত্র ইউনিয়নের 

২৯ অক্টোবর ২০২৫, ০১:৫৭ PM
ছাত্রদল ও ছাত্র ইউনিয়নের লোগো

ছাত্রদল ও ছাত্র ইউনিয়নের লোগো © টিডিসি সম্পাদিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাছির উদ্দিন মিঝি কর্তৃক নারী শিক্ষার্থীদের পোশাক নিয়ে কটূক্তির ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল ও ছাত্র ইউনিয়ন।

বুধবার (২৯ অক্টোবর) সকালে ছাত্র ইউনিয়ন ইবি সংসদের দপ্তর সম্পাদক তানিম তানভীর এবং শাখা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য রাফিজ আহমেদ স্বাক্ষরিত এক প্রতিবাদ লিপিতে এ নিন্দা জ্ঞাপন করা হয়।  

শাখা ছাত্রদলের প্রেরিত এক যৌথ বিবৃতিতে শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহমেদ ও সদস্য সচিব মাসুদ রুমী মিথুন বলেন, সম্প্রতি একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে শহীদ সাজিদ আব্দুল্লাহর হত্যার বিচারের দাবিতে আন্দোলনে অংশগ্রহণকারী নারী শিক্ষার্থীদের নিয়ে আপত্তিকর ও অশালীন বক্তব্য প্রদান করেন। একজন শিক্ষকের এই বক্তব্য নারীদের মর্যাদা হানিকর এবং আন্দোলনকে অন্য খাতে প্রভাবিত করার অপচেষ্টা মাত্র। 

উক্ত শিক্ষককে প্রকাশ্যে শিক্ষার্থীদের নিকট ক্ষমা চেয়ে বক্তব্য প্রত্যাহারের আহবান জানিয়ে ছাত্রদলের নেতারা বলেন, কেন একজন শিক্ষক নারী শিক্ষার্থীদের নিয়ে এমন অশালীন বক্তব্য প্রদান করেছেন এবং আন্দোলনকারী শিক্ষার্থীদের ডেকে হুমকি প্রদান করেছেন, তার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে শাস্তির আওতায় আনতে হবে। যাতে ভবিষ্যতে কোনো শিক্ষক নারী শিক্ষার্থীদের নিয়ে এমন বক্তব্য দেওয়ার সাহস না পায়। ইবি ছাত্রদল সর্বদা নারী শিক্ষার্থীদের মর্যাদা ও নিরাপত্তা রক্ষায় দৃঢ় অঙ্গীকারবদ্ধ। 

অপর এক যৌথ বিবৃতিতে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ইবি সংসদের সভাপতি নুর আলম ও সাধারণ সম্পাদক আহমাদ গালিব বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যার বিচারের দাবিতে চলমান ছাত্র আন্দোলনের সময় আন্দোলনে অংশগ্রহণকারী নারী শিক্ষার্থীদের সম্পর্কে উক্ত শিক্ষক অনভিপ্রেত ও নিন্দনীয় মন্তব্য করেছেন। এ ধরনের বক্তব্য কেবল নারী শিক্ষার্থীদের মর্যাদাহানি নয়, বরং চলমান ন্যায়সঙ্গত আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করার অপচেষ্টা।

ছাত্র ইউনিয়নের নেতৃবৃন্দ আরও বলেন, অবিলম্বে ওই শিক্ষককে প্রকাশ্যে শিক্ষার্থীদের কাছে ক্ষমা চেয়ে উক্ত বক্তব্য প্রত্যাহার করতে হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ঘটনার সুষ্ঠু তদন্ত করে শান্তির ব্যবস্থা নিতে হবে, যাতে ভবিষ্যতে আর কেউ এমন নারীবিদ্বেষী বক্তব্য দেওয়ার সাহস না পায়। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ইসলামী বিশ্ববিদ্যালয় সংসদ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সকল প্রগতিশীল শক্তিকে নারী শিক্ষার্থীদের মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন।

৪০ বছর পর খুলল ঢামেকের ঐতিহাসিক আমতলা গেট
  • ১৬ জানুয়ারি ২০২৬
ছাত্রদলে যোগ দিলেন বৈষম্যবিরোধী আন্দোলনের ৮ নেতা
  • ১৬ জানুয়ারি ২০২৬
ঢাবির বাসে হামলা, থানায় অভিযোগ দেবে ডাকসু
  • ১৬ জানুয়ারি ২০২৬
শীতার্তদের পাশে দাঁড়াতে ঢাবিতে ‘কুয়াশার গান’ কনসার্ট
  • ১৬ জানুয়ারি ২০২৬
বাসে হামলাকারী সাত কলেজ শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেব…
  • ১৬ জানুয়ারি ২০২৬
ঢাবির মুহসীন হলে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ জোন উদ্বোধন
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9