শাহবাগে অবস্থান ছাত্রদলের © সংগৃহীত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদ নির্বাচনে (চাকসু) ভোট কারচুপির চেষ্টার অভিযোগে মধ্যেরাতে বিক্ষোভ করেছে ছাত্রদল। বুধবার (১৫ অক্টোবর) রাত ১১টার দিকে রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান করে বিক্ষোভ করে ছাত্রদল।
ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে এ মিছিলে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি গণেশ চন্দ্র রায় সাহসসহ কেন্দ্রীয় ও ঢাবি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ফলাফল কারচুপির পাঁয়তারা চলছে। আমরা ইতোমধ্যে একাধিক অনিয়মের তথ্য পেয়েছি। সেই প্রতিবাদে আমরা শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছি।’
এর আগে দীর্ঘ ৩৫ বছর পর বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে অংশ নেয় ১৩টি প্যানেল; ২৩২টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন মোট ৯০৮ জন প্রার্থী।