ডাকসুতে কে এগিয়ে—ন্যারিটিভের নতুন জরিপ প্রকাশ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৮ PM , আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৫ PM
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের শীর্ষ তিন পদে ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেলের প্রার্থীরা এগিয়ে রয়েছেন বলে এক জরিপে উঠে এসেছে। জরিপে বিশ্ববিদ্যালয়ের ১৪টি হলের আবাসিক শিক্ষার্থীরা অংশ নেন। বেসরকারি প্রতিষ্ঠান ‘ন্যারেটিভ’ জরিপটি পরিচালনা করে। শনিবার (৬ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে জরিপের ফলাফল তুলে ধরা হয়।
জরিপের ফলাফল অনুযায়ী, নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে এগিয়ে রয়েছেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী সাদিক কায়েম। জরিপে অংশ নেওয়া শিক্ষার্থীদের ৪১.৯ শতাংশ মনে করেন সাদিক কায়েম ভিপি পদে জয়ী হবেন। ছাত্রদলের প্যানেলের ভিপিপ্রার্থী আবিদুল ইসলাম খান জয়ী হবেন বলে মনে করেন.১৩.৯ শতাংশ ভোটার। শামীম হোসেনের পক্ষে ১৬.৫ শতাংশ ও উমামা ফাতেমার পক্ষে ৮.৮ শতাংশ শিক্ষার্থী ভোট দেন। আর ২৪.৭ শতাংশ ভোটার এ বিষয়ে মত জানাতে রাজি হননি।
এদিকে সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থীদের মধ্যে এগিয়ে রয়েছেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের এস এম ফরহাদে। ৩২.১ শতাংশ শিক্ষার্থী তাকে জিএস হিসেবে নির্বাচিত করতে চান। ছাত্রদলের তানভীর বারী হামিম ও স্বতন্ত্র প্রার্থী আরাফাত চৌধুরীর পক্ষে মতামত দিয়েছেন ১৬.১ শতাংশ শিক্ষার্থী। আর আবু বাকের মজুমদারের পক্ষে ১৩.৭ শতাংশ শিক্ষার্থী ভোট দেন। তবে ৩৩.৯ শতাংশ শিক্ষার্থী জিএস পদে কাকে ভোট দেবেন তা এখনো ঠিক করেননি।
অন্যদিকে, সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন শিবিরের মহিউদ্দিন খান। ৫২.৯ শতাংশ শিক্ষার্থী তার পক্ষে ভোট দিয়েছেন। আর ছাত্রদলের
তানবীর আল হাদী মায়েদের পক্ষে ১৫.৯ শতাংশ, ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’ প্যানেলের আশরেফা খাতুনের পক্ষে ৯.৪৯ শতাংশ ও ‘প্রতিরোধ পর্ষদ’ প্যানেলের জাবির আহমেদ জুবেলের পক্ষে ৪.৭ শতাংশ শিক্ষার্থী ভোট দিয়েছেন। আর ৪০.৮ শতাংশ শিক্ষার্থী এ পদে ভোট দেওয়ার ব্যাপারে এখনো মন:স্থির করেননি।
উল্লেখ্য, জরিপটি কেবল আবাসিক শিক্ষার্থীদের মধ্যে করা হয়েছে; বিপুল সংখ্যক অনাবাসিক শিক্ষার্থীদের মতামত এখানে প্রতিফলিত হয়নি।